আহলে সুন্নাতের হাম্বালী মাযহাবের ~ইমাম আহমাদ ইবনে হাম্বল~ এক সমাবেশে বসে
ছিলেন সেখানে আশেপাশের লোকেরা জিজ্ঞাসা করেছিলেন:
_“আমরা শুনে অবাক হয়েছি যে ,আলী ইবনে আবী তালিব নাকি বেহেশত ও জাহান্নামকে বিভাজক! এটা কীভাবে সম্ভব?”_
আহমাদ ইবনে হাম্বাল জবাব দিলেন:
_“আপনারা কি শুনেন নি যে, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সা:) আলী (কা.)-কে বলেছেন:_
(لا یحبک الا مومن، و لا یبغضک الا منافق)
*_“হে আলী! মুমিন ব্যতীত তোমাকে কেউ ভালবাসবে না এবং মুনাফিক ব্যতীত তোমরা সাথে কেউ শত্রুতা করবে না।”_*
তারা বললো:
_হ্যাঁ, আমরা এই বর্ণনা শুনেছি।_
আহমাদ ইবনে হাম্বল বললেন:
_’যেহেতু মুমিনের স্থান বেহেশত এবং মুনাফিকদের স্থান জাহান্নাম, সুতরাং আলী বেহেশত ও জাহান্নামের বিভাজক।’_
সূত্র: তাবাকাতুল হানাবালাহ, খণ্ড ১, পৃষ্ঠা ৩২০।