Press "Enter" to skip to content

ইমাম জয়নুল (আ.)’র দৃষ্টিতে শিক্ষকের অধিকার

শিক্ষাদানের মহান ব্রত যার কাজ তাকেই শিক্ষক (ইংরেজি: Teacher) বলা হয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদানের কাজে নিয়োজিতদেরই শিক্ষক বলা হয়। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকতার কাজে যারা আছেন তাদেরকে শিক্ষক বলা হয় আর কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধ্যাপক বলা হয়ে থাকে। শিক্ষকদের জাতি গঠনের কারিগর বলা হয়। কেননা একজন আদর্শ শিক্ষকই পারেন তার অনুসারী দের জ্ঞান ও ন্যায় দীক্ষা দিতে। শিক্ষার্থীর মানবতাবোধ কে জাগ্রত করে একজন শিক্ষক কেবল পাঠদান কে সার্থকই করে তোলেন না, পাশাপাশি দেশের উন্নয়নকে ত্বরাণ্বিত করেন। স্বীয় জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে তাদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন।

শিক্ষকের অধিকার সম্পর্কে ইমাম জয়নুল আবেদিন (আ.) রিসালাতুল হুকুক নামক গ্রন্থে লিখেছেন:

«وَ أَمّا حَقّ سَائِسِكَ بِالْعِلْمِ فَالتّعْظِيمُ لَهُ وَ التّوْقِيرُ لِمَجْلِسِهِ وَ حُسْنُ الِاسْتِمَاعِ إِلَيْهِ وَ الْإِقْبَالُ عَلَيْهِ وَ الْمَعُونَةُ لَهُ عَلَى نَفْسِكَ فِيمَا لَا غِنَى بِكَ عَنْهُ مِنَ الْعِلْمِ بِأَنْ تُفَرّغَ لَهُ عَقْلَكَ وَ تُحَضّرَهُ فَهْمَكَ وَ تُزَكّيَ لَهُ قَلْبَكَ وَ تُجَلّيَ لَهُ بَصَرَكَ بِتَرْكِ اللّذّاتِ وَ نَقْصِ الشّهَوَاتِ وَ أَنْ تَعْلَمَ أَنّكَ فِيمَا أَلْقَى إِلَيْكَ رَسُولُهُ إِلَى مَنْ لَقِيَكَ مِنْ أَهْلِ الْجَهْلِ فَلَزِمَكَ حُسْنُ التّأْدِيَةِ عَنْهُ إِلَيْهِمْ وَ لَا تَخُنْهُ فِي تَأْدِيَةِ رِسَالَتِهِ وَ الْقِيَامِ بِهَا عَنْهُ إِذَا تَقَلّدْتَهَا وَ لَا حَوْلَ وَ لا قُوّةَ إِلّا بِاللّهِ.

তাকে সম্মান দেওয়া, তার ক্লাসে ভদ্র ভাবে থাকা, মনোযোগ সহকারে তার কথা শ্রবণ করা, তার সংস্পর্শে থাকা, উচ্চ স্বরে তার সাথে কথা বলো না, যদি তার কাছে কেউ কিছু জিজ্ঞাসা করে তুমি উত্তর দিওনা কেননা সে তার উত্তর দিবে, তার ক্লাসে বসে অন্যের সাথে কথা বল না, তার কাছে কারুর ব্যাপারে গীবত করনা, তার খারাপ দিকগুলো নিয়ে যদি কেউ তোমার কাছে বলে তবে তার প্রতিবাদ কর, তার খারাপ দিকগুলিকে ঢেকে রাখ, তার ভাল দিকগুলিকে প্রচার কর, তার শত্রু”র সাথে সম্পর্ক রেখোনা, তার বন্ধুর সাথে শত্রু”তা করনা, সুতরাং যদি এই দায়িত্বগুলি পালন কর তাহলে ফেরেশতারা সাক্ষী দিবে যে তুমি যা করেছো সব আল্লাহর জন্যে করেছো আর তার কাছ থেকে যা শিখেছ তা মানুষের দেখানোর জন্য নয়।