Press "Enter" to skip to content

ঘরে উচ্চস্বরে নামাজের আযান দেয়ার ফজিলত

মুহাম্মাদ বিন রশিদ বলেন: হিশাম বিন ইব্রাহিম আমাকে বলেছেন: আমি ইমাম রেজা (আঃ)-এর কাছে আমার অসুস্থতা এবং আমার সন্তান না হওয়ার বিষয়ে অভিযোগ করেছিলাম।
ইমাম রেজা (আঃ) আমাকে বললেনঃ ঘরে নামাজের সময় উচ্চস্বরে আযান দাও।

হিশাম বিন ইব্রাহীম বলেনঃ আমি (নিয়মিত) এরূপ করার পর সর্বশক্তিমান প্রতিপালক আমাকে অসুস্থতা থেকে আরোগ্য দান করেন এবং আমাকে অনেক সন্তান-সন্তানতি দিয়ে সম্মানিত করেছেন।
অতঃপর মুহাম্মাদ বিন রশিদ বলেনঃ আমিও সর্বদা অসুস্থ থাকতাম এবং বাড়িতে যারা আমার সাথে থাকতেন তারাও অসুস্থ অবস্থায় থাকতেন ফলে আমি একা হয়ে পড়েছিলাম আমার সেবা করার মতো আর কেউ ছিল না।
আমি হিশাম থেকে যখন এ হাদীসটি শুনলাম তখন থেকেই ইমাম (আঃ) যা বলেছিলেন আমিও তাই করা শুরু করি।
ফলে মহান আল্লাহ আমার এবং আমার পরিবার থেকে রোগবালাই দূর করে দিয়েছেন- আল্ হামদুলিল্লাহ ( সকল প্রশংসা একমাত্র আল্লাহর) ।

📚 আল্ ক্বাফি, ৩য় খন্ড, ৩০৮ নম্বর পৃষ্ঠা।