Press "Enter" to skip to content

দশম রমজান রাত ও দিনের আমলসমূহ

এস, এ, এ

দশম রমজানের রাতে (নবম রমজান দিবাগত রাতে) ২০ রাকাত নামাজ পড়তে হবে। নামাজটি পড়ার পদ্ধতি: প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে ৩০ বার সুরা ইখলাস পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে। অবশিষ্ট নামাজগুলো উল্লেখিত পদ্ধতিতে পড়তে হবে।

১০ম রমজান দিনের দোয়া

اللَّهُمَّ اجْعَلْنِي فِيهِ مِنَ الْمُتَوَكِّلِينَ عَلَيْكَ وَ اجْعَلْنِي فِيهِ مِنَ الْفَائِزِينَ لَدَيْكَ وَ اجْعَلْنِي فِيهِ مِنَ الْمُقَرَّبِينَ إِلَيْكَ بِإِحْسَانِكَ يَا غَايَةَ الطَّالِبِينَ.

উচ্চারণ: আল্লাহুম্মাজ আলনি ফিহি মিনাল মুতাওয়াক্কিলিনা আলাইকা ওয়াজ আলনি ফিহি মিনাল ফায়েযিনা লাদাইকা ওয়াজ আলনি ফিহি মিনাল মুকাররাবিনা ইলাইকা বি ইহসানিকা ইয়া গ্বায়াতাত তালিবিন।

অর্থ: হে আল্লাহ! তোমার প্রতি যারা ভরসা করেছে আমাকে সেই ভরসাকারীদের অন্তর্ভূক্ত কর। তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে শামিল করো সফলকামদের মধ্যে এবং আমাকে তোমার নৈকট্যলাভকারী বান্দাদের অন্তর্ভূক্ত করে নাও। হে অনুসন্ধানকারীদের শেষ গন্তব্য।