এস, এ, এ
২য় রমজানের রাতে (১লা রমজান দিবাগত রাতে) ৪ রাকাত নামাজ পড়তে হবে। নামাজটি পড়ার পদ্ধতি: প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে ২০ বার সুরা ক্বদর পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে। অবশিষ্ট দুই রাকাত উল্লেখিত পদ্ধতিতে আদায় করতে হবে।
সুরা ক্বদর আরবীসহ বাংলা উচ্চারণ:
بسْمِ اللَّهِ الرَّحْمَانِ الرَّحِيمِ
إِنَّا أَنزَلْنَاهُ فىِ لَيْلَةِ الْقَدْرِ
وَ مَا أَدْرَئكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
لَيْلَةُ الْقَدْرِ خَيرْ مِّنْ أَلْفِ شهَرٍ
تَنزَّلُ الْمَلَئكَةُ وَ الرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبهِّم مِّن كلُ أَمْرٍ
سَلَامٌ هِىَ حَتىَ مَطْلَعِ الْفَجْرِ
উচ্চারণ: ইন্না আনযালনাহু ফী লাইলাতিল কাদর, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কাদর, লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর, তানাযযালুল মালাইকাতু ওয়ার রূহ, ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।
২য় রমজানের দোয়া
اللَّهُمَّ قَرِّبْنِي فِيهِ إِلَى مَرْضَاتِكَ وَ جَنِّبْنِي فِيهِ مِنْ سَخَطِكَ وَ نَقِمَاتِكَ وَ وَفِّقْنِي فِيهِ لِقِرَاءَةِ آيَاتِكَ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ.
উচ্চারণ:আল্লাহুম্মা কাররিবনি ফিহি ইলা মারযাতিকা ওয়া জাননিবনি ফিহি মিন সাখাতিকা ওয়া নাক্বিমাতিকা ওয়া ওয়াফফিক্বনি ফিহি লিকেরাআতি আয়াতিকা বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
অর্থ: হে আল্লাহ! তোমার রহমতের উসিলায় আজ আমাকে তোমার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে যাও। দূরে সরিয়ে দাও তোমার ক্রোধ আর গজব থেকে । আমাকে তৌফিক দাও তোমার পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করার। হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াময়।