এস, এ, এ
নবম রমজানের রাতে (অষ্টম রমজান দিবাগত রাতে) ৬ রাকাত নামাজ পড়তে হবে। নামাজটি পড়ার পদ্ধতি: নামাজটি মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তি সময়ে পড়তে হবে। প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে ৭ বার আয়াতুল কুরসী পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পাঠ করতে হবে। অবশিষ্ট নামাজগুলো উল্লেখিত পদ্ধতিতে পড়তে হবে। নামাজান্তে ৫০ বার বলতে হবে:
اَللّهمّ صَلِّ عَلَى مُحَمَّد وَ آلِ مُحَمَّد
নবম রমজান দিনের দোয়া:
اللَّهُمَّ اجْعَلْ لِي فِيهِ نَصِيباً مِنْ رَحْمَتِكَ الْواسِعَةِ، وَ اهْدِنِي فِيهِ لِبَراهِينِكَ السَّاطِعَةِ، وَ خُذْ بِناصِيَتِي إِلى مَرْضاتِكَ الْجامِعَةِ بِمَحَبَّتِكَ، يا أَمَلَ الْمُشْتاقِينَ.
উচ্চারণ: আল্লাহুম্মাজ আল লি ফিহি নাসিবাম মির রাহমাতিকাল ওয়াসিআতি ওয়াহদিনি ফিহি লিবারাহিনিকাস সাতিআতি ওয়া খুয বিনাসিয়াতি ইলা মারযাতিকাল জামিআতি বিমাহাব্বাততিকা ইয়া আমালাল মুশতাক্বিন।
অর্থ: হে আল্লাহ! এদিনে আমাকে তোমার রহমতের অধিকারী কর। আমাকে পরিচালিত কর তোমার উজ্জ্বল প্রমাণের দিকে। হে আগ্রহীদের লক্ষ্যস্থল। তোমার ভালোবাসা ও মহব্বতের উসিলায় আমাকে তোমার পূর্ণাঙ্গ সন্তুষ্টির দিকে নিয়ে যাও।