সংকলন ও অনুবাদ: এস, এ, এ
হযরত ইউসুফ (আ.) যখন মিশরের উপদেষ্টা পদে আসীন ছিলেন তখন মিশরে দূর্ভিক্ষ দেখা দেয়। দূর্ভিক্ষর সময় একদা তিনি গম বিতরণ করছিলেন এমতাবস্থায় এক নবযুবক তিনবার গম নেয়। তার এই আচরণ দেখে ইউসুফ (আ.) তাকে বলেন: হে ভাই লোকজন একবার গম পাচ্ছে না আর তুমি তিনবার গম নিয়েছ আর নিও না। এখনও অনেক লোকজন গম পাইনি।
হযরত জিব্রাইল (আ.) তখন হযরত ইউসুফ (আ.)’র কাছে উপস্থিত ছিলেন। তিনি ইউসুফকে জিজ্ঞাসা করেন:
আপনি কি তাকে চিনতে পেরেছেন?
ইউসুফ (আ.) বলেন: না
জিব্রাইল (আ.) বলেন: হে ইউসুফ! এই যুবক যার পরণে পুরনো জামা, নগ্ন পায়ে দাড়িয়ে আছে সে তোমার সেই সাক্ষি যে তোমাকে অপবাদ থেকে পরিত্রাণ দিয়েছিল। এই যুবক হচ্ছে সেই বাচ্চা যে জুলেখার দেয়া অপবাদ থেকে তোমার পবিত্রতা ঘোষণা করেছিল!
হযরত ইউসুফ (আ.) একজন সৈন্যকে নির্দেশ দেন যেন উক্ত যুবককে তার কাছে উপস্থিত করে।
হযরত ইউসুফ (আ.) ঐ যুবককে নিজের বুকে টেনে নেয় এবং নির্দেশ দেন যেন তার জন্য কোষাগারের দরজা খুলে দেয়া হয় যেন সে তার ইচ্ছা এবং প্রয়োজন মতো সরন্জামাদি নিতে পারে।
তারপর তিনি সৈন্যদের তার জন্য নতুন কাপড় এবং জুতা আনতে বলেন। তিনি তাকে তার যোগ্যতা অনুযায়ি চাকুরী এবং বেতন দিতে বলেন।
জিব্রাইল (আ.) অবাক হলে ইউসুফ (আ.) তাকে জিজ্ঞাসা করেন, কি হলো? জিব্রাইল (আ.) বলেন আমি আশ্চর্যিত হচ্ছি যে তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে তুমি তার জন্য কত কিছু করলে। তাহলে ঐ বান্দা যে সারাটি জীবন আল্লাহর একত্বাবাদের সাক্ষ্য (أشهد أن لا اله الا الله) দান করে তাহলে আল্লাহ তাদের সাথে কিরূপ আচরণ করবেন।
আল্লাহ তখন হযরত ইউসুফ (আ.)’র ওপরে ওহী নাযিল করেন। হে ইউসুফ! তুমি একজন বান্দা সে তোমার পবিত্রতা ঘোষণা করার কারণে তুমি তার জন্য কোষাগারের দরজাকে উন্মুক্ত হরে দিয়েছ! তাহলে তুমি চিন্তা কর যে বান্দা আমার পবিত্রতার যিকর করবে আমি তার জন্য কি করতে পারি!