ইয়াকুব ইবন সুফিয়ান…আবু হুরাইরা (রা.) থেকে বর্ণনা করেন: রাসুলল্লাহ (সা.) বলেন: আমি স্বপ্নে দেখি বনু ‘আব্দুল আস বা বনু হাকাম আমার মিম্বরের উপর লাফলাফি করছে যেমনটা করে বাঁদরেরা। আবু হুরায়রা বলেন এরপর থেকে রাসুল (সা.) মৃত্যু পর্যন্ত আমাকে কখনও হাঁসতে ও স্থির হয়ে থাকতে দেখেননি। ছাওরী … সাঈদ ইবনে মুসায়্যাবের উক্তি বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ (সা.) স্বপ্নযোগে বনু উমাইয়াদেরকে তাদের মিম্বরের উপর দেখেন। এ দৃশ্য তাঁর নিকট খুবই অপছন্দ হয়। [আল বেদায়া ওয়ান নেহায়া, খন্ড ৬, পৃষ্ঠা ৩৭০]

বণি উমাইয়াদের সম্পর্কে রাসুলল্লাহ (সা.)-এর ভবিষ্যতবাণী
More from ইসলামি আধ্যাতিকতাMore posts in ইসলামি আধ্যাতিকতা »