Press "Enter" to skip to content

রাতে ঘুমানোর আগের আমল

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) রাতে ঘুমানোর আগে কিছু গুরুত্বপূর্ণ আমল করার জন্য মা ফাতেমা (ছাঃ আঃ) অসিয়ত করে ছিলেন।

হে ফাতেমা (ছাঃ আঃ) রাতে ঘুমানোর আগে একবার কোরআন খতম করে ঘুমাও।

১. তিনবার সুরা ইখলাস পাঠ কর।

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِیم

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ

اللَّهُ الصَّمَدُ

لَمْ یَلِدْ وَلَمْ یُولَدْ

وَلَمْ یَکُنْ لَهُ کُفُوًا أَحَدٌ

রাতে ঘুমানোর আগে সমস্ত নবী ও রাসুলদেরক নিজের শাফায়াতকারী বানিয়ে নাও।

২. একবার নীচের দরুদ শরীফটি পাঠ কর।

اللّهُمَّ صَلِّ عَلی مُحَمَّد وَ آلِ مُحَمَّد وَ عَلی جَمیعِ الاَنبیاء وَالمُرسَلین

প্রতি রাতে ঘুমানোর আগে সমস্ত মুমিন ও মুমিনাতের সন্তুষ্টি অর্জন করে ঘুমাও।

৩. রাতে ঘুমানোর আগে এই দোয়াটি একবার পাঠ করে ঘুমাও।

اللّهُمَّ اغفِر لِلمُومِنینَ وَ المُومِنَاتِ وَ المُسلِمینَ وَ المُسلِمَاتِ

প্রতি রাতে একবার হজ্জ করার সওয়াব অর্জন করে ঘুমাও।

৪. এই জিকিরটি পাঠ করলে একবার হজ্জ করার স ওয়াব অর্জিত হয়।

سُبحانَ اللهِ َو الحَمدُ لِلهِ وَ لا اِلهَ اِلا اللهُ وَ اللهُ اَکبَرُ