এস, এ, এ
ইতিহাস এবং হাদীসের বিভিন্ন গ্রন্থসমূহে রাসুল (সা.)-এর ওফাতের দিন ক্ষণ এবং মাসের কথা নিয়ে খুব একটা আলোচনা করা হয়নি, শুধুমাত্র মৃত্যুকালীন সময় সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইবনে আব্দুল বার তার স্বীয় গ্রন্থে হযরত রাসুল (সা.)-এর বয়স ৬০, ৬৩ এবং ৬৫ বছর ছিল বলে উল্লেখ করেছেন। তবে ৬৩ বছরটি বেশী প্রসিদ্ধ। (আল ইস্তিয়াব, খন্ড ১, পৃষ্ঠা ৫২)
বালাযুরি তার ইনসাবুল আশরাফ নামক গ্রন্থে রাসুল (সা.)-এর ওফাতকে সোমবারে উল্লেখ করেছেন। অথচ কোন কোন স্থানে বর্ণিত হয়েছে যে, সফর মাস শেষ হওয়ার দুইদিন পূর্বে রোজ বুধবার [আখেরি চাহার সাম্বা] রাসুল (সা.) অসুস্থ হন এবং ১২ই রবিউল আওয়াল রোজ সোমবারে তাঁর ওফাত হয়। (ইনসাবুল আশরাফ, খন্ড ১, পৃষ্ঠা ৫৬৮)
আবু মাআসারের রেওয়ায়েত অনুযায়ী রাসুল (সা.) রোজ বুধবার ১৯শে সফরে অসুস্থ হয়ে পড়েন তারপর তিনি তের দিন যন্ত্রনায় সহ্য করেন এবং ২রা রবিউল আওয়াল তারিখে তিনি ওফাত পান।
আবু মাখনাফ আরো বলেন যে, রাসুল (সা.)কে মঙ্গলবার সূর্যাস্তের সময় দাফন করা হয়।
তাবারী বলেন: রাসুল (সা.) ১২ই রবিউল আওয়াল তারিখে মৃত্যুবরণ করেছেন এতে কোন দ্বিমত নেই কিন্তু মতভেদ হচ্ছে কোন সোমবার? হেজাযের কিছু মনিষীগণ বলেছেন: ২রা রবিউল আওয়াল তারিখের সোমবার দুপুরে, আবার কিছুজন বলেছেন: ১২ই রবিউল আওয়াল তারিখে রাসুল (সা.)-এর ওফাত হয়েছিল বলে উল্লেখ করেছন। (তারিখে তাবারি, খন্ড ৪, পৃষ্ঠা ১৩২৪)
ইয়াকুবী উল্লেখ করেছন রাসুল (সা.) ২রা রবিউল আওয়াল তারিখে রোজ সোমবারে ওফাত পান, তিনি চৌদ্দ দিন কষ্ট সহ্য করেন এবং অবশেষে ৬৩ বছর বয়সে ওফাত পান। (তারিখে ইয়াকুবী, খন্ড ২, পৃষ্ঠা ১১৩)
শুধুমাত্র ইবনে ইসহাক্ব বলেন: রাসুল (সা.) সোমবারে ওফাত পান কিন্তু তিনি মাস বা সাল কিছুই উল্লেখ করেননি। (সীরাতুন নাবাভিয়া, খন্ড ২, পৃষ্ঠা ৬৫৩)
কাজী আবরাকুওয়াহ তার “সীরাতে রাসুলুল্লাহ” নামক গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে, রাসুল (সা.) মৃত্যুর পূর্বে যে রোগে আক্রন্ত হয়েছিলেন সেই রোগেই তিনি রবিউল আওয়াল মাসে মৃত্যুবরণ করেন। (সীরাতে রাসুলুল্লাহ, খন্ড ২, পৃষ্ঠা ১০৯৭)
মাসউদী একই কথা উল্লেখ করেছেন, তিনি আরো বলেছেন: রাসুল (সা.) সোমবারে মৃত্যুবরণ করেন। (মুরুজুয যাহাব, খন্ড ২, পৃষ্ঠা ২৯৭)
ওয়াকেদী বলেছেন: রাসুল (সা.) ১২ই রবিউল আওয়াল রোজ সোমবার সূর্যাস্তের সময় ওফাত পান। (আল মাগ্বাযী, খন্ড ৩, পৃষ্ঠা ১১২০)
রাসুল (সা.)-এর ওফাত সম্পর্কে আহলে সুন্নাতের মতামত বর্ণনা করা হলো, কিন্তু শিয়ারা কি একই মতামত পোষণ করেন?
আল্লামা তাবাররাসী “তাজুল মাওয়ালিদ” নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে, রাসুল (সা.) রোজ সোমবার সফর মাস শেষ হওয়ার দুইদিন পূর্বে ওফাত পান। (তাজুল মাওয়ালিদ ফি মাওয়ালিদিল আয়েম্মা ওয়া ফায়াতিহিম, পৃষ্ঠা ৮৩)
ইবনে খাশশাব বাগদাদী বলেন: রাসুল (সা.) দশম হিজরী ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
তবে ১০ম হিজরীর বিষয়টি সঠিক হতে পারে না কারণ সেই বছরে তিনি বিদায় হজ্ব সম্পাদন করেন। সেখান থেকে ফিরে আসার পরে তিনি মৃত্যুবরণ করেন। এখনও কেউ যিলহজ্ব মাসে রাসুল (সা.)-এর মৃত্যুর খবরটি বর্ণনা করেনি।
শেইখ মুফিদ “মাসারুশ শিয়া” নামক গ্রন্থে উল্লেখ করেছেন রাসুল (সা.) ২৮শে সফর দশম হিজরীতে ওফাত পান। যদিও আমি বলেছি যে, এই মতটি কখনও সঠিক হতে পারে না ।