Press "Enter" to skip to content

রেওয়ায়েতের আলোকে বাচ্চাদের ক্রন্দনের কারণ

এস, এ, এ

ইবনে উমর রাসুল (সা.) হতে বর্ণনা করেছেন যে, রাসুল (সা.) বলেছেন: বাচ্চারা যখন ক্রন্দন করে তখন তোমরা তাদেরকে মারবে না, কেননা প্রথম চার মাস যখন বাচ্চা ক্রন্দন করে তখন তারা আল্লাহ তায়ালার একত্বাবাদের সাক্ষ্য দেয় যে, এক আল্লাহ ব্যাতিত আর কোন মাবুদ নাই, দ্বিতীয় চার মাস যখন বাচ্চা ক্রন্দন করে তখন তারা নবী (সা.)-এর প্রতি দুরুদ প্রেরণ করে এবং তৃতীয় চার মাস যখন বাচ্চা ক্রন্দন করে তখন তারা নিজেদের পিতামাতার জন্য দোয়া করে।

তথ্যসূত্র: এলালুশ শারায়ে, খন্ড ১, অধ্যায় ৭৩, পৃষ্ঠা ২৮৭।