এস, এ, এ
রাসুল (সা.) হতে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন: কোন ব্যাক্তি যদি ২৫শে শাবান রাতে (২৪শে শাবান দিবাগত রাতে) ১০ রাকাত নামাজ পড়ে তাহলে আল্লাহ তাকে সৎ কাজের উপদেশ এবং অসৎ কাজে বাধা দানকারী এবং ৭০ জন নবীর আমলের সমপরিমাণ সওয়াব দান করবেন।
নামাজটি পড়ার পদ্ধতি: প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে সুরা তাকাসুর ১ বার পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে আদায় করতে হবে।
সূরা তাকাসুর আরবি,বাংলা উচ্চারণ:
أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ
حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ
لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ
ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ
উচ্চারণঃ আলহা-কুমুততাকা-সু র। হাত্তা-যুরতুমুল মাকা-বির। কাল্লা-সাওফা তা‘লামূন।সু ম্মা কাল্লা-সাওফা তা‘লামূন। কাল্লা-লাও তা‘লামূনা ‘ইলমাল ইয়াকীন। লাতারাউন্নাল জাহীমা সু ম্মা লাতারাউন্নাহা-‘আইনাল ইয়াকীন। সু ম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন ‘আনিন্না‘ঈম।
অনুরূপভাবে রাসুল (সা.) হতে বর্ণিত হয়েছে যে, কেউ যদি শাবান মাসে ২৫ দিন রোজা রাখে তাহলে আল্লাহ তার অন্তর থেকে নেফাক এবং কুটিলতাকে বিদূরিত করে দিবেন। (ইক্ববালুল আমাল, খন্ড ২, পৃষ্ঠা ৯৪৭, ৯৪৮)