এস, এ, এ
রাসুল (সা.) হতে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন: কোন ব্যাক্তি যদি ২৭শে শাবান তারিখের রাতে (২৬শে শাবান দিবাগত রাতে) ১০ রাকাত নামাজ পড়ে তাহলে আল্লাহ তার আমল নামায় ১০ লক্ষ সওয়াব লিখে দিবেন এবং তার ১০ লক্ষ গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তাকে একটি নূরানী মুকুট পরিধান করাবেন।
নামাজটি পড়ার পদ্ধতি: প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে সুরা আলা ১০ বার পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপভাবে পড়তে হবে। অবশিষ্ট নামাজগুলো উল্লেখিত পদ্ধতিতে আদায় করতে হবে।
সূরা আলাক্ব বাংলা উচ্চারণ:
ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ خَلَقَ ٱلْإِنسَٰنَ مِنْ عَلَقٍ ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ عَلَّمَ ٱلْإِنسَٰنَ مَا لَمْ يَعْلَمْ كَلَّآ إِنَّ ٱلْإِنسَٰنَ لَيَطْغَىٰٓ أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ عَبْدًا إِذَا صَلَّىٰٓ أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِٱلنَّاصِيَةِ نَاصِيَةٍ كَٰذِبَةٍ خَاطِئَةٍ فَلْيَدْعُ نَادِيَهُۥ سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب.
উচ্চারণঃ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনছা-না মিন ‘আলাক। ইকরা’ ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী ‘আল্লামা বিল কালাম। আল্লামাল ইনসা-না-মা-লাম ইয়া‘লাম। কাল্লা ইন্নাল ইনসা-না লাইয়াতগা। আররাআ-হুস তাগনা-। ইন্না ইলা-রাব্বিকার রুজ‘আ-। আরাআইতাল্লাযী ইয়ানহা- ‘আবদান ইযা-সাল্লা-। আরাআইতা ইন কা-না ‘আলাল হুদা। আও আমারা বিত্তাকাওয়া-। আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা-। আলাম ইয়া‘লাম বিআন্নাল্লা-হা ইয়ারা-। কাল্লা-লাইল্লাম ইয়ানতাহি লানাসফা‘আম বিন্না-সিয়াহ। না-সিয়াতিন কা-যিবাতিন খা-তিআহ। ফালইয়াদ‘উ নাদিয়াহ, সানাদ‘উযযাবা-নিয়াহ। কাল্লা- লা-তুতি‘হু ওয়াসজুদ ওয়াকতারিব।
রাসুল (সা.) হতে বর্ণিত হয়েছে, কেউ যদি শাবান মাসে ২৭ দিন রোজা রাখে তাহলে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে অব্যাহতি দান করবেন। ( ইক্ববালুল আমাল, খন্ড ২, পৃষ্ঠা ৯৪৮, ৯৪৯)