এস, এ, এ
১. রক্ত।
২. বিষ্ঠা।
৩. নর পশুর পুংলিঙ্গ।
৪. মাদী পশুর জননাঙ্গ।
৫. বাচ্চা থলি।
৬. গ্রন্থি।
৭. অন্ডকোষ।
৮. মগজে ছোলার সমপরিমাণ একটি অংশ।
৯. মণি মগজ।
১০. মেরুদন্ডের মাঝে শীরা।
১১. পিত্ত।
১২. প্লীহা।
১৩. মূত্রথলি।
১৪. অক্ষিকোটর।
১৫. দুই খুরের মাঝে উচু অংশ।