Press "Enter" to skip to content

ইমাম আলী নাক্বি (আ.) এর সংক্ষিপ্ত পরিচয়

এস, এ, এ

নাম: আলী।

উপাধি: হাদী, নাক্বী।

ডাক নাম: আবুল হাসান

পিতার নাম: ইমাম জাওয়াদ (আ.)।

মাতার নাম: সামানে মাগরেবিয়েহ।

জন্ম তারিখ: ১৫ই জিলহজ্ব ২১২ হিজরী।

জন্মস্থান: সেরিয়া নামক গ্রামে যা মদীনা মুনাওয়ারা থেকে ৬ কিঃমিঃ দূরে অবস্থিত।

আয়ু: ৪২ বছর।

ইমামতকাল: ৩৪ বছর।

হত্যাকারী: মোয়তাআয আব্বাসী।

শাহাদত: ৩য় রজব ২৫৪ হিজরী।

দাফনের স্থান: সামেরা ইরাক।

তাঁর ইমামতকালে খলিফাগণ: মোয়তাসেম, ওয়াসেক্ব মোয়তাসেমের পুত্র, মোতাওয়াক্কেল মোয়তাসেমের ভাই, মুনতাসের মোতাওয়াক্কিলের পুত্র, মুসতাইন মুনতাসেরের চাচাতো ভাই, মোয়তায মোতাওয়াক্কিলের আরেক পুত্র।

সন্তান: ৫জন, ৪জন ছেলে এবং ১জন কন্যা।