এস, এ, এ
হাজী ব্যাতিত যাদের সামর্থ আছে তাদের জন্য কুরবানি করা মুস্তাহাবে মোয়াক্কাদা।
১. উটে ১০জন, গরুতে ৭জন এবং বকরিতে একজন কুরবানি করতে হবে?
উত্তর: মুস্তাহাব কুরবানিতে এমন কোন শর্ত নেই। বরং একটি ছাগলে আপনি পরিবারের সকল সদস্যর ভাগ দিতে পারেন। এমনকি সকল মৃতব্যাক্তিগণ এবং জিবীত ব্যাক্তিদের পক্ষ থেকেও কুরবানি করতে পারেন। এক্ষেত্রে একটি উট, গরু, ছাগলে অনেকজন কুরবানি করতে পারে।
প্রশ্ন: কুরবানির পশুতে সমান সমান টাকা থাকা শর্ত?
উত্তর: মুস্তাহাব কুরবানিতে সকলের সমান সমান অর্থ থাকাটাও শর্ত না। বরং কেউ ১ হাজার অপরজন ৫ হাজার এবং অপরজন ১০ হাজারও দিতে পারে।
প্রশ্ন: মানুষ যতটা ভাগ দিবে ততখানি কুরবানি হবে এর চেয়ে বেশী কুরবানি হবে না?
উত্তর: এমনটি না যে একভাগ দিলে শুধুমাত্র একজনের নামে কুরবানি হবে বরং একভাগে পরিবারের সকলের পক্ষ থেকে কুরবানি করা যাবে।
প্রশ্ন: কুরবানির পশুর কি অবশ্যই দুই দাঁত হবে হবে?
উত্তর: কুরবানির পশুর জন্য দাঁত কোন শর্ত না বরং বয়স হচ্ছে শর্ত।
প্রশ্ন: ঈদের নামাজ পড়ার পরেই কি কুরবানি করতে হবে?
উত্তর: ঈদের নামাজ নামাজ পড়ার পরেই কুরবানি করতে হবে এমন কোন শর্ত নাই। বরং সূর্য উঠার পরে ঈদের নামাজ পড়ার সময়টুকু অপেক্ষা করলেই যথেষ্ট এবং এটাই উত্তম সময় কুরবানি করার।
প্রশ্ন: নর পশুর লজ্জাস্থান খাওয়া কি মাকরূহ?
উত্তর: নর পশুর লজ্জাস্থান খাওয়া হারাম।
প্রশ্ন: যে ব্যাক্তি কুরবানি করবে সে কি চুল ও নখ কাটতে পারবে না?
উত্তর: যে ব্যাক্তি কুরবানি করবে সে চুল ও নখ কাটতে পারবে এতে কোন সমস্যা নাই। তবে কেউ যদি হজ্বে তামাত্তু করতে চায় তাহলে তার জন্য মুস্তাহাব হচ্ছে সে যেন চুল না কেটে মিনাতে যেয়ে চুল কাটে। তবে এটা কোন অবস্থাতে ওয়াজিব