Press "Enter" to skip to content

রজব মাসের বিশেষ ৬০ রাকাত নামাজ পড়ার পদ্ধতি

এস, এ, এ

রজব মাসে ৬০ রাকাত নামাজ বর্ণিত হয়েছে। প্রত্যেক রাতে দুই রাকাত নামাজ পড়তে হবে। প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে ৩ বার সুরা কাফিরুন ও ১ বার সুরা ইখলাস পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপভাবে আদায় করতে হবে। অবশিষ্ট নামাজগুলো উল্লেখিত পদ্ধতিতে আদায় করতে হবে। নামাজান্তে বলতে হবে:

لاَ اِلهَ اِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَري‏ ك لَهُ لَهُ الْمُلْك وَ لَهُ الْحَمْدُ يحْيي‏ وَيميتُ وَهُوَ حَي‏ لاَ يمُوتُ بِيدِهِ الْخَيرُ وَهُوَ عَلَى‏ كُلِّ شَي‏ءٍ قَدِيرٌ وَإلَيهِ الْمَصِيرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ اِلاَّ بِاللَّهِ الْعَلِىِّ‏ الْعَظِيمِ اَللَّهُمَّ صَلِّ عَلَى‏ مُحَمَّدٍ النَّبِي‏ اِلاُمِّيِّ‏ وَ آلِهِ.

তারপর হাতকে স্বীয় চেহারার উপরে বুলাতে হবে। কেউ যদি এই আমলটি সম্পাদন করে তাহলে আল্লাহ তার দোয়াকে কবুল করবেন এবং তাকে ৭০টি হজ্ব এবং ৭০টি ওমরা হজ্বের সমপরিমাণ সওয়াব দান করবেন।

রাসুল (সা.) হতে হাদীস বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন: কোন ব্যাক্তি যদি রজব মাসের কোন এক রাতে দুই রাকাত নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাকে ১০০ বছরের রোজার সমপরিমাণ সওয়াব এবং বেহেশতে ১০০টি প্রাসাদ দান করবেন। নামাজটি পড়ার পদ্ধতি: প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে ৫০ বার সুরা ইখলাস পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে।

সালমান ফার্সী (রা.) বর্ণনা করেছেন যে, রাসুল (সা.) বলেছেন যে, কেউ যদি রজব মাসে কোন এক রাতে ১০ রাকাত নামাজ পড়ে তাহলে আল্লাহ তার সকল কৃত গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন এবং প্রত্যেক রাকাতের বিনিময়ে তাকে ৬০ বছরের ইবাদতের সমপরিমাণ সওয়াব দান করবেন। প্রত্যেকটি সুরা পাঠের বিনিময়ে তাকে বেহেশতে মুক্তার প্রাসাদ দান করবেন, সারা বছর নামাজ ও রোজা রাখার সওয়াব দান করবেন। এছাড়া তাকে হজ্ব ও ওমরা এবং জিহাদে অংশ গ্রহণের সমপরিমাণ সওয়াব দান করবেন, আর ঐ বছরে যদি সে মারা যায় তাহলে শহীদের মর্যাদা অর্জন করবে, আল্লাহ তার দোয়াকে কবুল করবেন, কেয়ামতে আমলনামাকে তার ডান হাতে দান করবেন, তার চেহারা নূরান্বিত হবে, ৭টি পরিখা তার এবং জাহান্নামের আগুনের মাঝে দূরত্ব সৃষ্টি করবে। নামাজটি পড়ার পদ্ধতি: প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে সুরা কাফিরুন এবং সুরা ইখলাস প্রত্যেকটি ৩ বার পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে। অবশিষ্ট নামাজগুলো উল্লেখিত পদ্ধতিতে আদায় করতে হবে।

আল্লামা মাজলিসি (রহ.) “যাদুল মাআদ” নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে, ইমাম আলী  (আ.) হতে বর্ণিত হয়েছে যে, রাসুল (সা.)  বলেছেন:কোন ব্যাক্তি যদি রজব, শাবান এবং রমজান মাসের প্রত্যেকদিন অথবা রাতে সুরা ফাতিহার পরে আয়াতুল কুরসী, সুরা কাফিরুন, ইখলাস, ফালাক্ব ও নাস প্রত্যেকটি ৩ বার করে পাঠ করে তারপর তিনবার পাঠ করে:

سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ اِلهَ اِلاَّ اللَّهُ وَاللَّهُ اَكبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ اِلاَّ بِاللَّهِ الْعَلَى‏ الْعَظيمِ.

তারপর ৩ বার বলে: اَللَّهُمَّ صَلِّ عَلَى‏ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ

তারপর ৩ বার বলে: اَللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤ مِنينَ وَالْمُؤ مِناتِ

তারপর ৪০০ বার বলে: “اَسْتَغْفِرُ اللَّهَ وَاَتُوبُ إلَيهِ” কেউ যদি এই আমলটি সম্পাদন করে, তাহলে তার গুনাহ যদি বৃষ্টির ফোটা, বৃক্ষের পাতা, সমুদ্রের ন্যায় বিশাল ও অগণিত হয় তাহলেও আল্লাহ তার সকল গুনাহকে ক্ষমা করে দিবেন।

তথ্যসূত্র:

১. ইক্ববালুল আমাল, দ্বিতীয় খন্ড রজব মাস, পৃষ্ঠা ৭২৭- ৭২৮।

২. মাফাতিহুল জিনান, দ্বিতীয় অধ্যায় রজব মাস, পৃষ্ঠা ২৩১।