Press "Enter" to skip to content

রাসুল (সা.) এর কতজন সাহাবীকে কারবালায় শহীদ করা হয়?

এস, এ, এ

ঐতিহাসিক এবং গবেষকদের মতে ইমাম হুসাইন (আ.) এর সাহায্যেকারীদের মধ্যে ৫ জন রাসুল (সা.) এর সাহাবী ছিলেন যারা সকলেই শাহাদত বরণ করেন। তারা ছিলেনঃ

–  আনাস বিন হারেস কাহেলী।(আবসারুল আয়ন ফি আনসারীল হুসাইন, পৃষ্ঠা ১৯২, কিতাবুর রেজাল, পৃষ্ঠা ২১, ৯৯, আয়ানুশ শিয়া, খন্ড ৩, পৃষ্ঠা ৫০০, দায়েরাতুল মাআরেফ)

–  হানী বিন উরওয়া।(আবাসারুল আয়ন, পৃষ্ঠা ১৯২)

–  মুলিম বিন আওসাজা।(আবাসারুল আয়ন, পৃষ্ঠা ১৯৩, আয়ানুশ শিয়া, খন্ড ১, পৃষ্ঠা ৬১২)

–  হাবীব ইবনে মাযাহীর।(আয়ানুশ শিয়া, খন্ড ৪, পৃষ্ঠা ৫৫৩, ফারহাংঙ্গে আশুরা, পৃষ্ঠা ১৫১, আবসারুল আয়ন, পৃষ্ঠা ১৯৩)

–  আব্দুল্লাহ বিন ইয়াক্বতার।(রেজালে তুসী, পৃষ্ঠা ১০৩, ফরহাঙ্গে আশুরা, পৃষ্ঠা ৩২২)