Press "Enter" to skip to content

হজরত আলী আসগার (আ.) এর সংক্ষিপ্ত জীবন বিবরণি

এস, এ, এ

নামঃ আব্দুল্লাহ।
পিতাঃ হুসাইন বিন আলী বিন আবি তালিব (আ.)।
মাতাঃ রোবাব।
জন্মঃ ১০ই রজব ৬০ হিজরী মদীনায় জন্মগ্রহণ করেন।
মৃত্যুঃ ছয় মাস বয়সে কারবালায় শহীদ হন।
হজরত আলী আসগার (আ.) ও অন্যান্যদের ন্যায় বাবুল হাওয়ায়েজ নামে প্রসিদ্ধ।
দাফনের স্থানঃ ইতিহাসে দুইটি মত উল্লেখ করা হয়েছে। এক- ইমাম হুসাইন (আ.) এর বুকের উপরে। দুই- কারবালার শহীদদের সাথে।