Press "Enter" to skip to content

হজরত খাদিজা (রা.)’র ওফাত

এস, এ, এ

হজরত খাদিজা (রা.) ছিলেন ইসলামের প্রথম নারী যিনি রাসুল (সা.) এর নবুওয়াতের সাক্ষি দেন, মক্কায় রাসুল (সা.) এর পিছনে জামাতে নামাজ আদায় করেন, সর্বপ্রথম ঈমান আনায়ন করেন, যিনি মক্কার মুশরিকদের সামনে রাসুল (সা.) এর পক্ষপাতিত্ব করেন এবং নিজের সকল ধন সম্পদকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেন। অবশেষে নবুওয়াত ঘোষণার ১০, বর্ষে অথাৎ হিজরতের তিন বছর পূর্বে ১০ই রমজান হজরত খাদিজা ইহলোক ত্যাগ করেন। ইতিহাসে বর্ণিত হয়েছে যে, তিনি নবুওয়াত প্রাপ্তির দশম বর্ষে হজরত আবি তালিবের ওফাতের ৪৫ দিন পরে মারা যান। এছাড়াও ইতিহাসে তাঁর মৃত্যু সম্পর্কে বিভিন্ন তারিখ বর্ণিত হয়েছে যেমন: ২৩শে রজব, ২৭শে রজব এবং রজব মাসের শেষ তারিখ, ১লা রমজান মৃত্যু বরণ করেন। হজরত খাদিজা হজরত আবু তালিবের মৃত্যুর ৩ দিন, ১ মাস, ৪৫ দিন, ৫০ দিন পরে মারা যান। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৬৫ বছর।

হযরত খাদিজা (রা.)’র যিয়ারতনামা:

اَلسَّلامُ عَلَیْكِ یا اُمَّ الْمُؤْمِنِینَ، اَلسَّلامُ عَلَیْكِ یا زَوْجَةَ سَیّـِدِ الْمُرْسَلِینِ، اَلسَّلامُ عَلَیْكِ یا اُمَّ فاطِمَةَ الزَّهْراءِ سَیِّدَةِ نِساءِ الْعالَمِینَ، اَلسَّلامُ عَلَیْكِ یا أَوَّلَ الْمُؤْمِناتِ، اَلسَّلامُ عَلَیْكِ یا مَنْ أَنْفَقَتْ مالَها فِی نُصْرَةِ سَیِّدِ الاَْنْبِیاءِ، وَ نَصَرَتْهُ مَااسْتَطاعَتْ وَدافَعَتْ عَنْهُ الاَْعْداءَ، اَلسَّلامُ عَلَیْكِ یا مَنْ سَلَّمَ عَلَیْها جَبْرَئِیلُ، وَ بلَّغَهَا السَّلامَ مِنَ اللهِ الْجَلِیلِ، فَهَنِیئاً لَكِ بِما أَوْلاكِ اللهُ مِنْ فَضْل، وَالسَّلامُ عَلَیْكِ وَ رَحْمَةُ اللهِ وَ بَرَكاتُهُ .

তথ্যসূত্র:

১. মুনতাখাবে তাওয়ারিখ, পৃষ্ঠা ৪৩।

২. আল ওয়াকায়া ওয়াল হাওয়াদেস, খন্ড ১, পৃষ্ঠা ১২৭।

৩. কাফি, খন্ড ১, পৃষ্ঠা ৪৩৯।

৪. তৌযিহুল মাকাসিদ, পৃষ্ঠা ২২।

৫. বিহারুল আনওয়ার, খন্ড ১৯, পৃষ্ঠা ২৫।