এস, এ, এ
শহীদদের কাটা মাথাকে শামের উদ্দেশ্যে প্রেরণ
১৫ইমহরম তারিখে কারবালার শহীদদের কাটা মাথাগুলোকে কুফা থেকে শামের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। কিন্তু পরে আহলে বাইত (আ.) শহীদদের কাটা মাথাকে দাফন করে দেন।
(আমালী সাদুক্ব, পৃষ্ঠা ২৩২, কাশফুল গুম্মা, খন্ড ২, পৃষ্ঠা ৬৭, আল বেদায়া ওয়ান নেহায়া, খন্ড ৮, পৃষ্ঠা ২০৮, তাযকেরাতুল খাওয়াস, পৃষ্ঠা ২৩৪, রওযাতুল ওয়ায়েযিন, পৃষ্ঠা ১৯২)