Press "Enter" to skip to content

অষ্টম রমজান রাত ও দিনের আমলসমূহ

এস, এ, এ

অষ্টম রমজানের রাতে ২ রাকাত নামাজ পড়তে হবে। নামাজটি পড়ার পদ্ধতি: প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে ১০ বার সুরা ইখলাস পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে। নামাজান্তে ১০০০ বার “সুবহান আল্লাহ” পাঠ করতে হবে।

অষ্টম রমজান দিনের দোয়া

اللَّهُمَّ ارْزُقْنِي فِيهِ رَحْمَةَ الْأَيْتَامِ وَ إِطْعَامَ الطَّعَامِ وَ إِفْشَاءَ السَّلامِ وَ صُحْبَةَ الْكِرَامِ بِطَوْلِكَ يَا مَلْجَأَ الْآمِلِينَ.

উচ্চারণ: আল্লাহুম্মার যুকনি ফিহি রাহমাতাল আইতামী ওয়া ইতআমাত তাআমি ওয়া ইফশাআস সালামী ওয়া সুহবাতাল কেরামী বিতাউলিকা ইয়া মুলজাআল আমিলিন।

অর্থ: হে আল্লাহ! তোমার উদারতার উসিলায় এ দিনে আমাকে এতিমদের প্রতি দয়া করার, ক্ষুধার্তদের খাদ্য দান করার, শান্তি প্রতিষ্ঠা করার ও সৎ ব্যক্তিদের সাহায্য লাভ করার তৌফিক দাও। হে আকাঙ্খাকারীদের আশ্রয়স্থল।