Press "Enter" to skip to content

আল্লাহর সন্তুষ্টি

সংকলন ও অনুবাদ: এস, এ, এ

একজন আধ্যাত্মিক জ্ঞানী ব্যাক্তি যার অনেক শিষ্য ছিল, এমনকি সাধারণ মানুষও তার শিষ্য স্বরূপ ছিল। তাঁর খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়েছিল। একবার সে অন্য এক অঞ্চলে যায় এবং সেখানে সে একজন রুটির দোকানে প্রবেশ করে। যেহেতু তার পরণে ভাল পোষাক ছিল না সেহেতু রুটি বিক্রেতা তাকে রুটি না দিয়ে বিদায় দিল। সেখানে একজন লোক দাঁড়িয়ে ছিল সে উক্ত আধ্যাত্মিক জ্ঞানী ব্যাক্তিকে চিনতে পারে এবং রুটি বিক্রেতাকে বলে: তুমি কি তাকে চিন? সে বলে তিনি ছিলেন সেই প্রসিদ্ধ আধ্যাত্মিক জ্ঞানী ব্যাক্তি। আমিতো তার শিষ্য ছিলাম। রুটি বিক্রেতা ছুটে যায় এবং তাঁকে বলে যে, আপনি আমাকে নিজের শিষ্যরূপে গ্রহণ করে নিন।  আধ্যাত্মিক জ্ঞানী ব্যাক্তিটি তাকে নিজের শিষ্য হিসেবে কবুল করে না। রুটি বিক্রেতা তাকে প্রস্তাব দেয় আপনি যদি আমাকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করেন তাহলে আজকে রাতে আমি আমার এলাকার সকলকে রাতের খাবার দিব। অবশেষে আধ্যাত্মিক জ্ঞানী ব্যাক্তিটি তাকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করেন। যখন সকলে রাতের খাবার খেয়ে চলে যায়। তখনরুটি বিক্রেতা আধ্যাত্মিক জ্ঞানী ব্যাক্তিকে জিজ্ঞাসা করে: দোযখ কি? তিনি বলেন: দোযখ হচ্ছে তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাঁর একজন বান্দাকে একটি রুটি দান করনি, কিন্তু একজন ব্যাক্তির সন্তুষ্টি অর্জনের জন্য পুরো এলাকার লোকজনকে খাদ্য দিয়েছ!

🔅ইমাম জাফর সাদিক্ব (আ.) বলেন: ভাল কর্ম হচ্ছে সেটাই, আল্লাহ ব্যাতিত অন্য কেউ তোমার উক্ত কাজের প্রসংশা করুক এটা তুমি পছন্দ করো না।

📚 সূত্র: উসুলে কাফি, খন্ড ৩, পৃষ্ঠা ২৬।