এস, এ, এ
ঈদুল ফিতর রাতের আমলসমূহ:
বিভিন্ন রেওয়ায়েতে ১লা শাওয়ালে ইবাদত এবং রাত্রি জাগরণের জন্য বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে,এই রাতটি লাইলাতুল ক্বদরের তুলনায় কোন অংশে কম না। এই রাতে কয়েকটি আমল বর্ণিত হয়েছে যেমন:
১. সূর্যাস্তের পরে গোসল করা।
২. ইবাদত, দোয়া, ইস্তিগফার পাঠ করা এবং মসজিদে রাত্রি জাগরণ করা।
৩. মাগরিব ও এশা এবং ফজরের নামাজের পরে নিন্মোক্ত বাক্যেটি পাঠ করা উত্তম:
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لا إِلَهَ إِلا اللَّهُ وَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَ لِلَّهِ الْحَمْدُ الْحَمْدُ لِلَّهِ عَلَى مَا هَدَانَا وَ لَهُ الشُّكْرُ عَلَى مَا أَوْلانَا .
৪. মাগরিবের নফল নামাজের পর উত্তম আকাশের দিকে হাতদ্বয় উচু করে বলতে হবে:
يَا ذَا الْمَنِّ وَ الطَّوْلِ يَا ذَا الْجُودِ يَا مُصْطَفِيَ مُحَمَّدٍ وَ نَاصِرَهُ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ اغْفِرْ لِي كُلَّ ذَنْبٍ أَحْصَيْتَهُ وَ هُوَ عِنْدَكَ فِي كِتَابٍ مُبِينٍ.
তারপর সিজদাতে যেয়ে ১০০ বার বলতে হবে: أَتُوبُ الَي اللَّهُ
তারপর আল্লাহর কাছে মনোবসনা পূরণের জন্য দোয়া চাইতে হবে।
৫. ইমাম হুসাইন (আ.)’র যিয়ারত পাঠ করা যার অনেক ফযিলত বর্ণিত হয়েছে।
৬. দশবার বলতে হবে: (يَا دائِمَ الفَضل) যা শুক্রবার রাত্রির আমলে বর্ণিত হয়েছে।
৭. ১০ রাকাত নামাজ পড়া যা রমজানের শেষ তারিখের রাতের জন্য বর্ণিত হয়েছে।
৮. দুই রাকাত নামাজ পড়া উত্তম। প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে ১০০০ বার সুরা ইখলাস। দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে ১ বার সুরা ইখলাস পাঠ করতে হবে। তারপর সিজদাতে যেয়ে ১০০ বার বলতে হবে: أَتُوبُ الَي اللَّهُ তারপর বলতে হবে:
يَا ذَاَ الْمَنِّ وَ الْجُودِ يَا ذَا الْمَنِّ وَ الطَّوْلِ يَا مُصْطَفِيَ مُحَمَّدٍ صَلَّى اللَّهعَلَيْهِ وَ آلِهِ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ وَ افْعَلْ بِي كَذَا وَ كَذَا.
(كَذَا وَ كَذَا) এর স্থানে নিজের মনোবাসনাকে আল্লাহর নিকটে চাইতে হবে।
আমিরুল মু’মিনিন (আ.) হতে বর্ণিত হয়েছে যে, তিনি দুই রাকাত নামাজটি পড়ার পরে সেজদা থেকে মাথা উত্তোলন করে বলেন: শপথ আল্লাহর! আমার জীবন যার দয়ায় রয়েছে। কেউ যদি এ নামাজটি পড়ে আল্লাহর কাছে দোয়া চায় তাহলে তার মনোবাসনা পূর্ণ হবে আর যদি তার গুনাহ মরুভূমির বালু কণার সমপরিমাণও হয় তাহলেও আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। অন্য এক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে, সুরা ফাতিহার পরে ১০০০ বারের পরিবর্তে ১০০ বার সুরা ইখলাস পাঠ করতে হবে কিন্তু এ নামাজটি অবশ্যই মাগরিব ও নফল নামাজের পরে পড়তে হবে। শেখ এবং সৈয়দ এই নামাজের পরে এ দোয়াটি পাঠ করতে বলেছেন:
يَا اللَّهُ يَا اللَّهُ يَا اللَّهُ يَا رَحْمَانُ يَا اللَّهُ يَا رَحِيمُ يَا اللَّهُ يَا مَلِكُ يَا اللَّهُ يَا قُدُّوسُ يَا اللَّهُ يَا سَلامُ يَا اللَّهُ يَا مُؤْمِنُ يَا اللَّهُ يَا مُهَيْمِنُ يَا اللَّهُ يَا عَزِيزُ يَا اللَّهُ يَا جَبَّارُ يَا اللَّهُ يَا مُتَكَبِّرُ يَا اللَّهُ يَا خَالِقُ يَا اللَّهُ يَا بَارِئُ يَا اللَّهُ يَا مُصَوِّرُ يَا اللَّهُ يَا عَالِمُ يَا اللَّهُ يَا عَظِيمُ يَا اللَّهُ يَا عَلِيمُ يَا اللَّهُ يَا كَرِيمُ يَا اللَّهُ يَا حَلِيمُ يَا اللَّهُ يَا حَكِيمُ يَا اللَّهُ يَا سَمِيعُ يَا اللَّهُ يَا بَصِيرُ يَا اللَّهُ يَا قَرِيبُ يَا اللَّهُ يَا مُجِيبُ يَا اللَّهُ يَا جَوَادُ يَا اللَّهُ يَا مَاجِدُ يَا اللَّهُ يَا مَلِيُّ يَا اللَّهُ يَا وَفِيُّ يَا اللَّهُ يَا مَوْلَى يَا اللَّهُ يَا قَاضِي، يَا اللَّهُ يَا سَرِيعُ يَا اللَّهُ يَا شَدِيدُ يَا اللَّهُ يَا رَءُوفُ يَا اللَّهُ يَا رَقِيبُ يَا اللَّهُ يَا مَجِيدُ يَا اللَّهُ يَا حَفِيظُ يَا اللَّهُ يَا مُحِيطُ يَا اللَّهُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا اللَّهُ يَا أَوَّلُ يَا اللَّهُ يَا آخِرُ يَا اللَّهُ يَا ظَاهِرُ يَا اللَّهُ يَا بَاطِنُ يَا اللَّهُ يَا فَاخِرُ يَا اللَّهُ يَا قَاهِرُ يَا اللَّهُ يَا رَبَّاهْ يَا اللَّهُ يَا رَبَّاهْ يَا اللَّهُ يَا رَبَّاهْ يَا اللَّهُ يَا وَدُودُ يَا اللَّهُ يَا نُورُ يَا اللَّهُ يَا رَافِعُ يَا اللَّهُ يَا مَانِعُ يَا اللَّهُ يَا دَافِعُ يَا اللَّهُ يَا فَاتِحُ يَا اللَّهُ يَا نَفَّاحُ [نَفَّاعُ ] يَا اللَّهُ يَا جَلِيلُ يَا اللَّهُ يَا جَمِيلُ يَا اللَّهُ يَا شَهِيدُ يَا اللَّهُ يَا شَاهِدُ يَا اللَّهُ يَا مُغِيثُ يَا اللَّهُ يَا حَبِيبُ يَا اللَّهُ يَا فَاطِرُ يَا اللَّهُ يَا مُطَهِّرُ يَا اللَّهُ يَا مَلِكُ، [مَلِيكُ ] يَا اللَّهُ يَا مُقْتَدِرُ يَا اللَّهُ يَا قَابِضُ يَا اللَّهُ يَا بَاسِطُ يَا اللَّهُ يَا مُحْيِي يَا اللَّهُ يَا مُمِيتُ يَا اللَّهُ يَا بَاعِثُ يَا اللَّهُ يَا وَارِثُ يَا اللَّهُ يَا مُعْطِي يَا اللَّهُ يَا مُفْضِلُ يَا اللَّهُ يَا مُنْعِمُ يَا اللَّهُ يَا حَقُّ يَا اللَّهُ يَا مُبِينُ يَا اللَّهُ يَا طَيِّبُ يَا اللَّهُ يَا مُحْسِنُ يَا اللَّهُ يَا مُجْمِلُ يَا اللَّهُ يَا مُبْدِئُ يَا اللَّهُ يَا مُعِيدُ يَا اللَّهُ يَا بَارِئُ يَا اللَّهُ يَا بَدِيعُ يَا اللَّهُ يَا هَادِي يَا اللَّهُ يَا كَافِي يَا اللَّهُ يَا شَافِي يَا اللَّهُ يَا عَلِيُّ يَا اللَّهُ يَا عَظِيمُ يَا اللَّهُ يَا حَنَّانُ يَا اللَّهُ يَا مَنَّانُ يَا اللَّهُ يَا ذَا الطَّوْلِ يَا اللَّهُ يَا مُتَعَالِي يَا اللَّهُ يَا عَدْلُ يَا اللَّهُ يَا ذَا الْمَعَارِجِ يَا اللَّهُ يَا صَادِقُ يَا اللَّهُ يَا صَدُوقُ، يَا اللَّهُ يَا دَيَّانُ يَا اللَّهُ يَا بَاقِي يَا اللَّهُ يَا وَاقِي يَا اللَّهُ يَا ذَا الْجَلالِ يَا اللَّهُ يَا ذَا الْإِكْرَامِ يَا اللَّهُ يَا مَحْمُودُ يَا اللَّهُ يَا مَعْبُودُ يَا اللَّهُ يَا صَانِعُ يَا اللَّهُ يَا مُعِينُ يَا اللَّهُ يَا مُكَوِّنُ يَا اللَّهُ يَا فَعَّالُ يَا اللَّهُ يَا لَطِيفُ يَا اللَّهُ يَا غَفُورُ يَا اللَّهُ [يَا جَلِيلُ يَا اللَّهُ ] يَا شَكُورُ يَا اللَّهُ يَا نُورُ يَا اللَّهُ يَا قَدِيرُ [قَدِيمُ ] يَا اللَّهُ يَا رَبَّاهْ يَا اللَّهُ يَا رَبَّاهْ يَا اللَّهُ يَا رَبَّاهْ يَا اللَّهُ يَا رَبَّاهْ يَا اللَّهُ يَا رَبَّاهْ يَا اللَّهُ يَا رَبَّاهْ يَا اللَّهُ يَا رَبَّاهْ يَا اللَّهُ يَا رَبَّاهْ يَا اللَّهُ يَا رَبَّاهْ يَا اللَّهُ يَا رَبَّاهْ يَا اللَّهُ أَسْأَلُكَ أَنْ تُصَلِّيَ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ تَمُنَّ عَلَيَّ بِرِضَاكَ وَ تَعْفُوَ عَنِّي بِحِلْمِكَ وَ تُوَسِّعَ عَلَيَّ مِنْ رِزْقِكَ الْحَلالِ الطَّيِّبِ وَ مِنْ حَيْثُ أَحْتَسِبُ ، وَ مِنْ حَيْثُ لا أَحْتَسِبُ فَإِنِّي عَبْدُكَ لَيْسَ لِي أَحَدٌ سِوَاكَ وَ لا أَحَدٌ أَسْأَلُهُ غَيْرُكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ مَا شَاءَ اللَّهُ لا قُوَّةَ إِلا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ
তারপর সিজদারত অবস্থায় নিন্মোক্ত দোয়াটি পাঠ করতে হবে:
يَا اللَّهُ يَا اللَّهُ يَا اللَّهُ يَا رَبِّ يَا رَبِّ يَا رَبِّ يَا مُنْزِلَ الْبَرَكَاتِ بِكَ تُنْزَلُ كُلُّ حَاجَةٍ أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ فِي مَخْزُونِ الْغَيْبِ عِنْدَكَ وَ الْأَسْمَاءِ الْمَشْهُورَاتِ عِنْدَكَ الْمَكْتُوبَةِ عَلَى سُرَادِقِ عَرْشِكَ أَنْ تُصَلِّيَ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ أَنْ تَقْبَلَ مِنِّي شَهْرَ رَمَضَانَ وَ تَكْتُبَنِي مِنَ الْوَافِدِينَ إِلَى بَيْتِكَ الْحَرَامِ وَ تَصْفَحَ لِي عَنِ الذُّنُوبِ الْعِظَامِ وَ تَسْتَخْرِجَ لِي يَا رَبِّ كُنُوزَكَ يَا رَحْمَانُ.
৯. অন্য রেওয়ায়েতে ১লা শাওয়ালের রাতে ১৪ রাকাত নামাজ বর্ণিত হয়েছে।
নামাজটি পড়ার পদ্ধতি: প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে ১ বার আয়াতুল কুরসী এবং ৩ বার সুরা ইখলাস পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপভাবে পড়তে হবে। অবশিষ্ট দুই রাকাত নামাজ উল্লেখিত পদ্ধতিতে পড়তে হবে।
এই নামাজের সওয়াব সম্পর্কে বর্ণিত হয়েছে যে, কেউ যদি এই পদ্ধতিতে নামাজটি আদায় করে এবং রোজা রাখে তাহলে তাকে ৪০ বছরের ইবাদতের সমপরিমাণ সওয়াব দান করা হবে।
১০. শেখ কাফআমী (রহ.) তার মেসবাহ নামক গ্রন্থে রাত্রির শেষভাগে গোসল এবং সূর্যোদয় পর্যন্ত ইবাদত করার কথা উল্লেখ করেছেন।
ঈদুল ফিতর দিনের আমলসমূহ:
১লা শাওয়াল ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিন। মুসলমানদের জন্য এই দিনটিকে ঈদের দিন স্বরূপ উল্লেখ করা হয়েছে। এই দিন তথা ঈদুল ফিতরের দিনেও বিশেষ কিছু আমল রয়েছে যেমন:
১. ফজরের নামাজের পরে এবং ঈদের নামাজের পূর্বে তাকবির উচ্চারণ করা।
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لا إِلَهَ إِلا اللَّهُ وَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَ لِلَّهِ الْحَمْدُ الْحَمْدُ لِلَّهِ عَلَى مَا هَدَانَا وَ لَهُ الشُّكْرُ عَلَى مَا أَوْلانَا .
২. সৈয়দ ইবনে তাউস (রহ.) হতে বর্ণিত এ দোয়াটি ফজরের নামাজের পরে পাঠ করতে হবে: “اَللّهُمَّ اِنّى تَوَجَّهْتُ اِﻟَﻴﻚَ بِمُحَمَّدٍ اِمَامِى الخ” শেখ এই দোয়াটি ঈদের নামাজের পরে পাঠ করতে বলেছেন।
৩. ঈদের নামাজের পূর্বে এক সা “৩ কেজি চাল, গম, খুরমা, কিসমিস, যব- এর” সমপরিমাণ ফিতরা বাহির করা। ফেতরা বাহির করা ওয়াজিবে মোয়াক্বাদা এবং রমজান মাসের রোজা কবুলের শর্তের মধ্যে একটি এবং আগামী বছর পর্যন্ত সে নিরাপদে থাকবে। আল্লাহ সুরা আলা’তে যাকাত নামাজের পূর্বে আদায় করতে বলেছেন: قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى وَ ذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى
৩. গোসল করা। প্রবাহিত পানিতে এবং সুবহে সাদিক্ব থেকে সূর্যোদয় পর্যন্ত গোসল করা উত্তম। তবে শেখ বলেছেন: ছাদ বিশিষ্ট স্থানের নিজে গোসল করা অতি উত্তম। ঈদের গোসলের সময় নিন্মোক্ত দোয়াটি পাঠ করা উত্তম :
اَللَّهُمَّ إِيمَانَا بِكَ وَ تَصْدِيقا بِكِتَابِكَ وَ اتِّبَاعَ سُنَّةِ نَبِيِّكَ مُحَمَّدٍ صَلَّى اللَّهعَلَيْهِ وَ آلِهِ.
তারপর (بِسْمِ اللَّه) বলে গোসল শুরু করতে হবে। গোসলের পরে নিন্মের দোয়াটি পাঠ করতে হবে:
اَللَّهُمَّ اجْعَلْهُ كَفَّارَةً لِذُنُوبِي وَ طَهِّرْ دِينِي اَللَّهُمَّ أَذْهِبْ عَنِّي الدَّنَسَ.
৪. নতুন অথবা পরিষ্কার পোষাক পরিধান করা, সুগন্ধি ব্যাবহার করা এবং খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় করা উত্তম।
৫. ঈদের নামাজের পূর্বে এবং দিনের শুরুতে খেজুর বা মিষ্টি দ্বারা ইফতারি করা। শেখ মুফিদ (রহ.) বলেছেন: সামান্য পরিমাণ ইমাম হুসাইন (আ.)’র কবরের মাটি তাবাররুক স্বরূপ মুখে দেয়া মুস্তাহাব। কেননা এই আমলের কারণে বিভিন্ন ব্যাথ্যা থেকে আরোগ্য লাভ করা যায়।
৬. ঈদের নামাজের জন্য সূর্যোদয়ের পরে ঈদগাহে যাওয়া। নামাজের জন্য বাহির হওয়ার সময় সৈয়দ তাঁর ইক্ববালুল আমাল নামক গ্রন্থে দোয়াটি বর্ণনা করেছেন দোয়াটি পাঠ করা। আবু হামযা সোমালি ইমাম মুহাম্মাদ বাকের (আ.) হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন: ঈদের নামাজের জন্য প্রস্তুত হয়ে ঈদগাহের দিকে যাওয়ার সময় এই দোয়াটি পাঠ করবে:
اَللَّهُمَّ مَنْ تَهَيَا فِي هَذَا الْيَوْمِ أَوْ تَعَبَّأَ أَوْ أَعَدَّ وَ اسْتَعَدَّ لِوِفَادَةٍ إلَى مَخْلُوقٍ رَجَاءَ رِفْدِهِ وَ نَوَافِلِهِ وَ فَوَاضِلِهِ وَ عَطَايَاهُ فَإِنَّ إلَيْكَ يَا سَيِّدِي تَهْيِئَتِي وَ تَعْبِئَتِي وَ إِعْدَادِي وَ اسْتِعْدَادِي رَجَاءَ رِفْدِكَ وَ جَوَائِزِكَ وَ نَوَافِلِكَ وَ فَوَاضِلِكَ وَ فَضَائِلِكَ وَ عَطَايَاكَ وَ قَدْ غَدَوْتُ إلَى عِيدٍ مِنْ أَعْيَادِ أُمَّةِ نَبِيِّكَ مُحَمَّدٍ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ وَ عَلَى آلِهِ وَ لَمْ أَفِدْ إلَيْكَ الْيَوْمَ بِعَمَلٍ صَآلِحٍ أَثِقُ بِهِ قَدَّمْتُهُ وَ لاَ تَوَجَّهْتُ بِمَخْلُوقٍ أَمَّلْتُهُ وَ لَكِنْ أَتَيْتُكَ خَاضِعا مُقِرّا بِذُنُوبِي وَ إِسَاءَتِي إلَى نَفْسِي فَيَا عَظِيمُ يَا عَظِيمُ يَا عَظِيمُ اغْفِرْ لِيَ الْعَظِيمَ مِنْ ذُنُوبِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ الْعِظَامَ اِلاَّ أَنْتَ يَا لاَ إِلَهَ اِلاَّ أَنْتَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ.
ঈদুল ফিতরের নামাজ
৭. ঈদুল ফিতরের নামাজ পড়া। ঈদুল ফিতরের নামাজ ২ রাকাত। প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে সুরা আলা পাঠ করা উত্তম। তারপর ৫টি তাকবির উচ্চারণ করতে হবে এবং প্রত্যেকটি তাকবিরের পরে কুনুত পাঠ করতে হবে।
নিয়ত: ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ পড়ছি কুরবাতান ইলাল্লাহ।
ঈদের নামাজের কুনুতটি নিন্মরূপ:
اَللَّهُمَّ أَهْلَ الْكِبْرِيَاءِ وَ الْعَظَمَةِ وَ أَهْلَ الْجُودِ وَ الْجَبَرُوتِ وَ أَهْلَ الْعَفْوِ وَ الرَّحْمَةِ وَ أَهْلَ التَّقْوَي وَ الْمَغْفِرَةِ أَسْأَلُكَ بِحَقِّ هَذَا الْيَوْمِ الَّذِي جَعَلْتَهُ لِلْمُسْلِمِينَ عِيداً وَ لِمُحَمَّدٍ صَلَّي اللَّهُ عَلَيْهِ وَ آلِهِ ذُخْراً وَ شَرَفاً وَ مَزِيداً أَنْ تُصَلِّيَ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ أَنْ تُدْخِلَنِي فِي كُلِّ خَيْرٍ أَدْخَلْتَ فِيْهِ مُحَمَّداً وَ آلَ مُحَمَّدٍ وَ أَنْ تُخْرِجَنِي مِنْ كُلِّ سُوءٍ أَخْرَجْتَ مِنْهُ مُحَمَّداً وَ آلَ مُحَمَّدٍ صَلَوَاتُكَ عَلَيْهِ وَ عَلَيهِمْ أَجْمَعِيْنَ اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ مَا سَأَلَكَ مِنْهُ عِبَادُكَ الصَّآلِحُونَ وَ أَعُوذُ بِكَ فِيْهِ مِمَا اسْتَعَاذَ مِنْهُ عِبَادُكَ الْمُخْلِصُونَ.
তারপর তাকবির উচ্চারণ করে রুকু তারপর দুই সিজদা আদায় করতে হবে।
দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে সুরা শামস পাঠ করা মুস্তাহাব এবং এই রাকাতে ৪টি তাকবির রয়েছে প্রত্যেক তাকবিরের পরে উপরে উল্লেখিত কুনুতটি পাঠ করা মুস্তাহাব। তারপর রুকু, সিজদা, তাশাহুদ এবং সালামের মাধ্যমে নামাজ শেষ করতে হবে। নামাজান্তে হযরত ফাতিমা যাহরা (সা.আ.)এর তসবিহ পাঠ করতে হবে। ঈদের নামাজের পরে বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে তন্মধ্যে উত্তম হচ্ছে সহীফা-এ সাজ্জাদিয়া গ্রন্থের ৪৬ নম্বর দোয়াটি পাঠ করা। ঈদের নামাজ উন্মুক্ত আকাশ এবং মাটির উপরে পড়া মুস্তাহাব। যে পথ দিয়ে নামাজ পড়তে গেছিল সে নামাজান্তে সে পথ দিয়ে না আসা। মু’মিন ভাইদের আমলসমূহ কবুল হওয়ার জন্য দোয়া করা।
৮. ইমাম হুসাইন (আ.)এর যিয়ারত পাঠ করা।
৯. দোয়া-এ নুদবা পাঠ করা। সৈয়দ ইবনে তাউস (রহ.) বলেছেন: দোয়াটি পাঠ করা শেষ হলে সেজদায় যেয়ে বলতে হবে:
أَعُوذُ بِكَ مِنْ نَارٍ حَرُّهَا لاَ يُطْفِي وَ جَدِيدُهَا لاَ يَبْلَي وَ عَطْشَانُهَا لاَ يَرْوَي إِلَهِي لاَ تُقَلِّبْ وَجْهِي فِي النَّارِ بَعْدَ سُجُودِي وَ تَعْفِيرِي لَكَ بِغَيْرِ مَنٍّ مِنِّي عَلَيْكَ بَلْ لَكَ الْمَنُّ عَلَى.
প্রথমে ডান গাল তারপর বাম গাল মাটির সাথে লাগিয়ে বলতে হবে:
ارْحَمْ مَنْ أَسَاءَ وَ اقْتَرَفَ وَ اسْتَكَانَ وَ اعْتَرَفَ.
তারপর কপালকে মাটি অথবা সিজদাগা এর সাথে লাগিয়ে বলতে হবে:
إِنْ كُنْتُ بِئْسَ الْعَبْدُ فَأَنْتَ نِعْمَ الرَّبُّ عَظُمَ الذَّنْبُ مِنْ عَبْدِكَ فَلْيَحْسُنِ الْعَفْوُ مِنْ عِنْدِكَ يَا كَرِيمُ.
তারপর ১০০ বার বলতে হবে: (الْعَفْوَ الْعَفْوَ)। তারপর সৈয়দ এ দোয়াটি পাঠ করতে বলেছেন:
وَلا تَقْطَعْ ﻴَﻮْﻤِﻚَ هَذَا بِالْلَّعْبِ وَالاِهْمالِ وَاَنْتَ لا تَعْلَمُ اَمَرْدُودٌ اَمْ مَقْبُولُ الاْعْمالِ فَاِنْ رَجَوْتَ الْقَبُولَ فَقابِلْ ﺬَﻟِﻚَ بِاﻟ ﺸُﻜْﺭﺍﻟﺠَﻤِﻴْﻞِ وَاِنْ خِفْتَ الرَّدَّ ﻓَﻜُﻦْ أَﺳِﻴْﺭﺍً الْحُزْنِ الطَّوِﻳْﻼ.
শাওয়াল মাসে ঈদের পরের ৬ দিন রোজা রাখা মুস্তাহাব।
বিভিন্ন মতানুসারে ২৫শে শাওয়াল সন ১৪৮ হিজরী তারিখে আবার অনেকে ১৫ রজব তারিখে ইমাম জাফর সাদিক্ব (আ.) শাহাদত বরণ করেন। বিষাক্ত আঙ্গুর খাওয়ার কারণে তিনি শাহাদত বরণ করেন। যখন তাঁর অন্তিম সময় ঘনিয়ে আসে তখন তিনি চোখ খুলে বলেন: আমার আত্মীয় স্বজনদেরকে একত্রিত কর। যখন সকল তাঁর কাছে একত্রিত হয় তখন তিনি সকলের দিকে তাকিয়ে বলেন: তোমাদের মধ্যে কেউ যদি নামাজকে মূল্যায়ন না কর এবং গুরুত্ব না দাও তাহলে আমি কেয়ামতে তোমাদের শেফায়াত করবো না।