Press "Enter" to skip to content

কুরআন ও হাদীসের আলোকে কথা বলার নীতি!

🌱 ১. কথা বলার পূর্বে সালাম দেয়া…! [সূরা নূর- ৬১)]

🌱 ২. সতর্কতার সাথে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়)! [সূরা ক্বফ- ১৮]

🌱 ৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। [সূরা বাক্বারাহ- ৮৩]

🌱 ৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা। [সূরা নূর- ৩]

🌱 ৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা। [সূরা লুকমান- ১৯, সূরা হুজুরাত- ২, ৩]

🌱 ৬. বুদ্ধি খাঁটিয়ে কথা বলা। [সূরা নামল- ১২৫]

🌱 ৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দুয়ার উন্মুক্ত করা! [সূরা আহযাব- ৭১, ৭২]

🌱 ৮. গাধার মত কর্কশ স্বরে কথা না বলা। [সূরা লুকমান- ১৯]

🌱 ৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা! [সূরা হা- মীম সাজদাহ- ৩৪]

🌱 ১০. উত্তম কথায় দাওয়াত (তাবলীগ) দেয়া। [সূরা হা- মীম সাজদাহ- ৩৪]

🌱 ১১. ঈমানদারদের কথা ও কাজ সামঞ্জস্য থাকা (এক হওয়া)। [সূরা ছ’ফ- ২]

🌱 ১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করা! [সূরা অারাফ- ১৯৯]

🌱 ১৩. মেয়েদের পর-পুরুষের সাথে আকর্ষণীয় ও কোমল ভাষায় কথা না বলা। [সূরা আহযাবঃ ৩২]

🌱 ১৪. ছেলেদের পর-নারীর সাথে আকর্ষণীয় ও কোমল ভাষায় কথা না বলা।

🌱 ১৫. মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা। [সূরা ফুরকান- ৬৩]

🌱 ১৬. হাসি মুখে কথা বলা।

◻️ মানুষের জীবনে গুরুত্ববহ ‘তিনটি বিষয়’!

🌱 তিনটি জিনিস একবার আসেঃ

১. মাতা-পিতা ২. সৌন্দর্য্য ৩. যৌবন।

🌱 তিনটি জিনিস ফিরিয়ে আনা যায়নাঃ

১ বন্দুকের গুলি ২. কথা ৩. রূহ।

🌱 তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ

১. সু-সন্তান ২. সদকা ৩. এলম।

🌱 তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ

১. চুরি ২. চোগলখুরী ৩. মিথ্যা!

🌱 তিনটি জিনিস পেরেশানিতে রাখেঃ

১. হিংসা (২) অভাব (৩) সন্দেহ। .

🌱 তিনটি জিনিসকে সর্বদা মনে রেখোঃ

(১) উপদেশ(২) উপকার (৩) মৃত্যু। .

🌱 তিনটি জিনিসকে আয়ত্বে রেখোঃ

১. রাগ ২. জিহবা ৩. অন্তর!

🌱 তিনটি জিনিস অভ্যাস করঃ

১. সালাত ২. সত্য বলা ৩. হালাল রিযিক গ্রহণ।

🌱 তিনটি জিনিস থেকে দূরে থেকোঃ

১. মিথ্যা ২. অহংকার ৩. অভিশাপ।

🌱 তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করঃ

১. কলম ২. কসম ৩. কদম।

সূত্র: ইন্টারনেট