এস, এ, এ
৩য় রমজানের রাতে (২য় রমজান দিবাগত রাতে) ১০ রাকাত নামাজ পড়তে হবে। নামাজটি পড়ার পদ্ধতি: প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে ৫০ বার সুরা ইখলাস পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে। অবশিষ্ট নামাজগুলো উল্লেখিত পদ্ধতিতে পড়তে হবে।
তৃতীয় রমজান দিনের দোয়া
اللَّهُمَّ ارْزُقْنِي فِيهِ الذِّهْنَ وَ التَّنْبِيهَ وَ بَاعِدْنِي فِيهِ مِنَ السَّفَاهَةِ وَ التَّمْوِيهِ وَ اجْعَلْ لِي نَصِيبا مِنْ كُلِّ خَيْرٍ تُنْزِلُ فِيهِ بِجُودِكَ يَا أَجْوَدَ الْأَجْوَدِينَ.
উচ্চারণ: আল্লাহুম্মার যুকনি ফিহিয যিহনা ওয়াত তাম্বিহা ওয়া বাইদনি ফিহি মিনাস সাফাহাতি ওয়াত তামওয়িহি ওয়াজ আললি নাসিবান মিন কুল্লি খায়রিন তুনযিলু ফিহি বিজুদিকা ইয়া আজওয়াদাল আজওয়াদিন।
অর্থ: হে আল্লাহ! আজকের দিনে আমাকে সচেতনতা ও বিচক্ষণতা দান কর। আমাকে দূরে রাখ অজ্ঞতা , নির্বুদ্ধিতা ও ভ্রান্ত কাজ-কর্ম থেকে। এ দিনে যত ধরণের কল্যাণ দান করবে তার প্রত্যেকটি থেকে তোমার দয়ার উসিলায় আমাকে উপকৃত কর। হে দানশীলদের মধ্যে সর্বোত্তম দানশীল।