এস, এ, এ
জারিরাতাইন হচ্ছে মৃত ব্যাক্তির সাথে রাখা গাছের তরতাজা দুইটি ডালকে বুঝায়। আজকে আমরা জানবো কেন মাইয়াতের সাথে জারিরাতাইন রাখা হয়?
যোরারে বলেন: একদা আমি ইমাম মুহাম্মাদ বাকির (আ.)-এর সমীপে উপস্থিত ছিলাম। আমি ইমাম (আ.)কে জিজ্ঞাসা করলাম যে, কেন মাইয়াতের সাথে জারিরাতাইন বা তাজা ডালদ্বয়কে রাখা হয়?
ইমাম মুহাম্মাদ বাকির (আ.) বলেন: মাইয়াতের সাথে গাছের তাজা ডাল এই কারণে রাখা হয় কারণ যতদিন পর্যন্ত ডালটি শুষ্ক হবে না ততদিন পর্যন্ত তার কাছ থেকে হিসাব নেওয়া হবে না। যখন মাইয়াতকে কবরে রেখে লোকজন ফিরে যায় তখন সেই দিন এবং সেই সময়ে হিসাব এবং আযাব শুরু হয়। আর এই কারণে গাছের তরতাজা ডাল দুইটি মাইয়াতের সাথে কবরে রাখা হয়। …
তথ্যসূত্র: এলালুশ শারায়ে, খন্ড ১, অধ্যায় ২৪৩, পৃষ্ঠা ৯৪৯।