Press "Enter" to skip to content

সালাম হে আল মাহদী (আ.)

মোঃ তুরাব রসুল

সালাম বর্ষিত হোক পবিত্রতার উৎসমূল মুহাম্মাদ(সা)এর সন্তান আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক জগত সমুহের জন্য রহমতের সন্তান আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক প্রশংসাকারি ও প্রশংসিতের সন্তান আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক সাহেবে মেরাজের সন্তান আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক মুহাম্মাদী রাজ্যের বারতম রাজপুত্র আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক কুল্লে ইমান আলীর সন্তান আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক নাতিক ই কোরআন আলীর সন্তান আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক সিদ্দিকে আকবর ও ফারুকে আযম আলীর সন্তান আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক ফাতিমা ই কাউসারের সন্তান আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক তাহিরা ও সিদ্দিকার সন্তান আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক জাকিয়া ও জাহরার সন্তান আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক জান্নাতের যুবকদের সন্তান আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক মুহাম্মাদের জামালীরুপ হাসান আল মুজতাবার সন্তান আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক মুহাম্মাদের জালালিরুপ সায়্যেদুশ শোহুদা আল হুসাইনের সন্তান আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক আলে ইমরান আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক বনি ইসমাইল হাসান আল আসকারীর সন্তান আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক বনি ইসরাইলী ফুল নার্গিসের সন্তান আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক আলে ইবরাহীম আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক কিতাবুল্লাহর ওয়ারিস আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক হিজাবে এলাহিতে থেকেও মুমিনদের পথ প্রর্দশনকারী আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক গাজী আব্বাস আলমদারের বাজু চুম্মনকারী আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক আলী আসগর ও সাখিনার তৃষনার যন্ত্রনা অনুভবকারি আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক কাশিম ও আলী আকবরের বীরত্বের সাক্ষী আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক মাজলুম হুসাইনের জিবহে আযিমের জন্য গৌরবান্বিত আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক বিবি জায়নাবের চাদর ছিনিয়ে নেওয়া ও হুসাইনী কাফেলার উপর জুলুমের কারণে ব্যাথিত আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক ফাতিমা জাহরার সত্যবাদিতা প্রমাণ ও প্রতিষ্ঠাকারী আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক আল্লাহর ন্যায়বিচার প্রতিষ্ঠাকারী আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক কোরআন ও সুন্নাহ প্রতিষ্ঠাকারী আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক সকল অন্যায়-অত্যাচারের অবসানকারী ও শান্তি প্রতিষ্ঠাকারী আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক নিপিড়ীত ও অত্যাচারিত মানুষের উদ্ধার কর্তা আল মাহদীর উপর।
সালাম বর্ষিত মানব জাতির ত্রাণকর্তা আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক তাওহীদে এলাহি লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠাকারী আল মাহদীর উপর।
সালাম বর্ষিক হোক রিসালাত ও নবুওয়াতে মুহাম্মাদী, মুহাম্মাদুর রাসুলুল্লাহ(সা)প্রতিষ্ঠাকারী আল মাহদীর উপর।
সালাম বর্ষিত হোক ইমামত ও বেলায়েতে আলী, আলীউন ওয়ালিউল্লাহ প্রতিষ্ঠাকারী আল মাহদীর উপর।
সালাম বর্ষিত ইমামত ধারার বারতম নুরে মুহাম্মাদ(সা) আল মাহদীর উপর।
মোঃ তুরাব রসুল
তারিখ ১০/০৪/২০২০ইং
আরবি তারিখঃ১৫ই সাবান ১৪৪১ হিজরি