Press "Enter" to skip to content

২৪শে শাবানের আমলসমূহ

এস, এ, এ

রাসুল (সা.) হতে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন: কোন ব্যাক্তি যদি ২৪শে শাবান তারিখের রাতে (২৩শে শাবান দিবাগত রাতে) ২ রাকাত নামাজ পড়ে। তাহলে আল্লাহ তার কবরের আযাবকে বন্ধ করে দিবেন, তাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করবেন, তার কৃতকর্মের হিসাব নিকাশকে সহজতর করে দিবেন এবং হযরত আদম এবং নূহ (আ.) সহ অন্যান্য নবীগণ তার জন্য শেফায়াত করবেন।

নামাজটি পড়ার পদ্ধতি: প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে ১০ বার সুরা নাসর পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপভাবে পড়তে হবে।

সুরা নাসর:

إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا

সুরা নাসর বাংলা উচ্চারণঃ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। ওয়ারা আইতান নাসা ইয়াদ খুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাগফিরহু। ইন্নাহুকানা তাওওয়াবা।

রাসুল (সা.) থেকে বর্ণিত হয়েছে যে, কেউ যদি শাবান মাসে ২৪ দিন রোজা রাখে তাহলে সে ৭০ হাজার তৌহিদবাদীদের শেফায়াত করতে পারবে।  (ইক্ববালুল আমাল, খন্ড ২, পৃষ্ঠা ৯৪৭)