Press "Enter" to skip to content

আলীউন ওয়ালিউল্লাহ

মোঃ তুরাব রসুল
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন তাওহীদে এলাহীর সৌন্দর্য অবলোকন করা যায়।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন তাওহীদে এলাহীকে পরিপূর্ণ ভাবে বুঝতে পারা যায়।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন নুরে এলাহীর তাজাল্লী দৃষ্টি গোচর হয়।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন সুন্নতে এলাহীর সৌন্দর্য দেখা যায়।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান।
যেন আল্লাহ ও মুহাম্মাদের সৌন্দর্য দেখার সৌভাগ্য হয়।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আল্লাহর ন্যায়পরায়ণতার সৌন্দর্য দেখতে পাই।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন ইলমে এলাহীর সৌন্দর্য দেখতে পাই।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আল্লাহর কৌশলের সৌন্দর্য দেখতে পাই।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আল্লাহর পরাক্রমশালীতার সৌন্দর্য দেখতে পাই।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আল্লাহর মহানুভবতার সৌন্দর্য দেখতে পাই।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আমি আল্লাহর বান্দাহ ও আবেদ হতে পারি।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আমি আল্লাহর স্নেহের ক্ষমা পেতে পারি।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আল্লাহর ধৈর্যের সৌন্দর্য দেখতে পাই।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আল্লাহর সৃষ্টি রহস্যের সৌন্দর্য দেখতে পাই।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আল্লাহ সকল সৃষ্টির প্রতি রহমান কিন্তু বিশেষ কিছু সৃষ্টির প্রতি রহিম এই রহস্যের ভেদ বুঝতে পারা যায়।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আল্লাহ প্রকাশ্য গোপন এই রহস্যের ভেদ বুঝতে পারা যায়।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন যে আলী, আলীকে সৃষ্টি করেছে সেই আলীর মর্যদা অনুধাবন করতে পারি।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন নবুওয়াতে মুহাম্মাদীর( সা) সৌন্দর্য অবলোকন করতে পারি।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আমি রিসালাতেমুহাম্মাদীর( সা) সুগন্ধ অনুভব করতে পারি।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন খতমে নবুওয়াতে মুহাম্মাদীর( সা) প্রমাণ দিতে পারি।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন নবুওয়াত ও রিসালাতে মুহাম্মাদী( সা) কে পরিপূর্ণ ভাবে বুঝতে পারি।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন রাউফ ও রহিম নবী মুহাম্মাদের( সা) কৃপা দৃষ্টি পেতে পারি।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন শাফায়াতে মুস্তাফা( স) পাওয়া যায়।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন ইলমে মুস্তাফা তথা ইলমে লাদুন্নি পাওয়া যায়।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আমি মুহাম্মাদী(সা) রাজ্যের বাসিন্দা হতে পারি।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আমি মুহাম্মাদী(সা) ঝর্ণার সুমিষ্ট জল পান করতে পারি।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আলীর( আ) অভিভাবক মুহাম্মাদের( সা) মর্যদা উপলব্ধি করতে পারি।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আমি ওয়াক্তের মুহাম্মাদ ( আ ফ শ) এর দর্শণ ও শাফায়াত পায় এবং তাঁর আনসাদের মধ্যে অন্তর্ভুক্তীর সৌভাগ্য হয়।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন সিরাতাল মুস্তাকিমের উপর দৃঢ় থাকতে পারি।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আমি আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভূক্ত হতে পারি।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন মায়ের পবিত্রতার সৌন্দর্য অবলোকন করতে পারি,কারণ আলী প্রেম মায়ের পবিত্রতার প্রমাণ।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আমি সত্য থেকে মিথ্যাকে পৃথক করতে পারি।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন মুমিন হতে পারি,কারণ আলীই মুমিনদের অভিভাবক।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আমি ইলমে কোরআন অর্জন করতে পারি,কারণ আলীই সবাক কোরআন।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আমি জান্নাত হতে জাহান্নামকে পৃথক করার ইলম অর্জন করতে পারি,কারণ আলীই জান্নাত-জাহান্নাম বন্টনকারী।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আমি লা ইলাহা ইল্লাল্লাহর সৌন্দর্য আলী উন ওয়ালি উল্লাহ তা উপলব্ধি করতে পারি।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আমি মুহাম্মাদুর রাসুলুল্লাহর সুগন্ধ আলী উন ওয়ালি উল্লাহ তা উপলব্ধি করতে পারি।
হে আমার বিরুদ্ধবাদীগণ আমি কেন আলি উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্য দেয় জান?
যেন আমি মুমিনের পরিচয় আলী উন ওয়ালি উল্লাহ এই সাক্ষ্যকে মনে প্রাণে ধারণ করতে পারি।
মোঃ তুরাব রসুল
তারিখঃ ১৪/০৪/২০২০ইং।
২০শে সাবান ১৪৪১হিজরী