এস, এ, এ
ইমাম মাহদী (আ.) হতে রেওয়ায়েত বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন: কারো হাতে যদি ইমাম হুসাইন (আ.)এর কবরের মাটির তৈরী তসবিহ থাকে এবং সে তা দ্বারা যিকির করতে ভুলে যায় তাহলেও তাকে যিকির করার সওয়াব দান করা হবে। (বিহারুল আনওয়ার, খন্ড ৪৪, পৃষ্ঠা ২৮০)
ইমাম জাফর সাদিক্ব (আ.) হতে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন: ইমাম হুসাইন (আ.)এর কবরের মাটির তৈরী তসবিহ দ্বারা একবার যিকর বা আসতাগফিরুল্লাহ পাঠ করে তাহলে তাকে ৭০গুণ বেশী সওয়াব দান করা হবে। (দারসি কে ইমাম হুসাইন (আ.) মা রা আমুখত, পৃষ্ঠা ৪৫১)