Press "Enter" to skip to content

কেন আশুরার দিন পার্থিব সকল কর্ম থেকে বিরত থাকব?

এস, এ, এ

✍️ ইমাম রেযা (আ.) বলেছেন:

কেউ যদি আশুরার দিন পার্থিব কাজ থেকে নিজেকে বিরত রাখে, তাহলে আল্লাহ তায়ালা তার ইহকাল ও পরকালের সকল চাহিদাকে পূরণ করবেন। আর কেউ যদি আশুরার দিনটিতে ক্রন্দন এবং দুঃখভারাক্রান্ত অবস্থায় অতিবাহিত করে তাহলে কেয়ামতের দিন আল্লাহ তায়ালা তাকে প্রফুল্ল ও আনন্দিত অবস্থায় রাখবেন এবং বেহেশতে আমাদের আহলে বাইত (আ.)দের সাথে সাক্ষাতের কারণে তার চোখ নূরান্বিত হবে।

📚 আমালি সাদুক্ব, পৃষ্ঠা ১২৯।