মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার হৃদয়। এই হৃদয় বা ক্বলব আমাদের পার্থিব জগতের কৃতকর্ম গুলো বয়ে পরকাল পর্যন্ত নিয়ে যাবে।
পবিত্র কোরআনে ১২১ বারের অধিক قلب বা ক্বলব শব্দটি ব্যবহৃত হয়েছে। আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক জগতে পাড়ি দিতে হলে এই ক্বলব পরিশুদ্ধ করা ছাড়া অন্য কোন উপায় নেই। এই ক্বলব বিভিন্ন কারণে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, অসুস্থ হয়ে পড়ে। তাই ক্বলবের যত্ন নেয়ার গুরুত্ব অপরিসীম।
একটি হাদীসে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলেহিস সালাম)
আমিরুল মুমিনীন (সা.)-কে সম্বোধন করে বললেন: হে আলী!
“يا عَلِىُّ! خَمْسَةٌ تَجْلُو الْقَلْبَ وَ تُذْهِبُ الْقَساوَةَ: مُجالَسَةُ الْعالِمِ، وَ مَسْحُ رَأْسِ الْيَتِيمِ، وَ كَثْرةُ الْإِسْتِغْفارِ بِالْأَسْحارِ، وَالسَّهَرُ الْكَثِيرُ، وَالصَّوْمُ.
“পাঁচটি জিনিস হৃদয়কে কালিমা মুক্ত করে থাকে এবং হৃদয়কে নিষ্ঠুরতায় ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করে থাকে:
১. আলেম ও জ্ঞানীজনদের সাথে ওঠাবসা করা
২. এতিমদের সাথে দয়া মায়া ও প্রীতি সুলভ আচরণ করা
৩. গভীর রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা
৪. রাত জেগে তাহাজ্জুদের নামায পড়া
৫. আর বেশি বেশি রোজা রাখা।
📗 তাহরিরুল মাওয়ায়েজ আল-আদাদিয়া, ৩৮৮ নম্বর পৃষ্ঠা।