লেখক: আল্লামা সাইয়্যেদ মূর্তাজা আসকারী
অনুবাদ: মোঃ মাঈনউদ্দিন তালুকদার
১। কানযূল উম্মালে ইমাম আলী ইবনে আবি তালিব (আঃ) বর্ণিত হয়েছে যে,
قالُوايارَسُولَ الله ! وَکَيفَ نُيفَ نُصَلّي عَلَيک ؟ قالَ <قُولُوا: أللّهُمَّ صَلِّ عَلي مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ کَما صَلَّيتَ عَلي إبراهيمَ وَ آلِ أبراهيم إنَّکَ حَميدُ مَجيدُ وَبارِک عَل مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ کَما بارَکتَ عَلي إبراهيمَ وَ عَلي آلِ إبراهيمَ إبَّکَ حَميدُ مَجيدُ
(সাহাবীরা ) বললেন: হে আল্লাহর রাসূল (সাঃ)! আমরা কিরূপে আপনার উপর দূরুদ পাঠ করবো? বললেন: বলবে; হে আল্লাহ মুহাম্মাদ (সাঃ) ও আলে মুহাম্মাদের প্রতি দূরুদ পাঠাও, যেরূপে ইব্রাহীম (আঃ) ও আলে ইব্রাহীমের প্রতি দূরুদ পাঠিয়েছ। প্রকৃতপক্ষে আপনি প্রশংসিত সমুন্নত। এবং মুহাম্মাদ ও আলে মুহাম্মাদের উপর বরকত দান কর যেরূপে ইব্রাহীম (আঃ) ও আলে ইব্রাহীমের উপর বরকত দান করেছ। প্রকৃতপক্ষে আপনি প্রশংসিত ও সমুন্নত।
২। সহী মুসলিম, সুনানে আবু দাউদ, তিরমিযি, নাসাঈ, মুয়াত্তা মালিক,মুসনাদে আহমাদ, সুনানে দারামীতে আবু মাসউদ আনসারী থেকে বর্ণিত হয়েছে যে, বলেন: আল্লাহর রাসূল (সাঃ) এলেন ও আমাদের সাথে ‘সাদ ইবনে এবাদা’র মজলিশে বসলেন। বাশির বিন সা’দ (অবু নো’মান বিন বাশির ) তাঁকে বললেন: হে আল্লাহর রাসূল ! মহান আল্লাহ আপনার উপর দূরুদ পড়ার নিদের্শ দিয়েছেন। আমরা কিরূপে দূরুদ পড়বো ? বর্ণনা কারী বলেন: আল্লাহর রাসূল ( এতটা ) নিরবতা অবলম্বন করলেন যে আমাদের মনে হচ্ছিল যে হায় যদি এমন প্রশ্ন না করতাম। অতঃপর বললেন: হে আল্লাহ ! মুহাম্মাদ ও আলে মুহম্মাদের প্রতি দূরুদ পাঠাও, যেমন ভাবে পাঠিয়েছ, মুহাম্মাদ ও আচল মুহাম্মাদের প্রতি বরকত দান কর, যেমন ভাবে দান করেছ পৃথিবী বাসীদের মধ্যে ইব্রাহীমকে দিয়েছ। প্রকৃতপক্ষে তুমি প্রশংসিত ও সমুন্নত। সালামও ঠিক এরমই যা জেনেছ। ১৩
৩। সহী বোখারী, সুনানে নাসাঈ ও ইবনে মাযা, এবং মুসনাদে আহমাদে আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত হয়েছে যে, বলেন:
قُلتُ: يارَسُولَ الله ! هذَا السَّلامُ عَلَيک قَدعَرَفناه فَکَيفَ الصَّلاة؟ قالَ: <قُولُوا: أللّهُمَّ صَلِّ عَلي مُحَمَّدٍ عَبدِکََ وَرَسُولِکَ کَما صَلَّيتَ عَلي إبراهيم. وَبارِک عَلي مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ کَما بارَکتَ عَلي إبراهيم.
বললাম হে আল্লাহর রাসূল ! এটি ছিল আপনার প্রতি সালাম, তা আমরা জেনেছি। (আপনার উপর) কিরূপে পড়বো? ঊললেন, বলো: আল্লাহ ! আপনার বান্দা ও রাসূল মুহাম্মাদের প্রতি দূরুদ প্রেরণ কর, যেরূপে ইব্রাহীসের প্রতি দূরুদ পাঠিয়েছ। এবং মুহাম্মাদ ও আচল মুহাম্মাদের উপর বরকত দান কর যেরূপে বরকত দিয়েছ ইব্রাহীমের প্রতি ।
৪। তাফসীরে তাবারী ও সূয়ুবতী ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছে
.. فَقُلنا:أو قالوا: يارَسُولَ الله !قَد علمنا السَّلام عَلَيک فکَيفَ الصَّلاة عَليکَ؟ فقالَ: أللّهُمَّ صَلِّ عَلي مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ کَما صَلَّيتَ عَلي إبراهيم وَ آلِ أبراهيم إنَّکَ حَميدُ مَجيدُ وَبارِک عَلي مُحَمَّدٍ وَعلي آلِ مُحَمَّدٍ کَما بارَکتَ عَلي إبراهيم و آلِ إبراهيم إنَّکَ حَميدُ مَجيدُ
অতঃপর বললাম বা বললো: হে আল্লাহর রাসূল (সাঃ) আপনার উপর সালাম সম্পর্কে জেনেছি, কিন্তু আপনার উপর দূরুদ কিরূপে (পড়ে)? বললেন: হে আল্লাহ! মুহাম্মাদ ও আলে মুহাম্মাদের উপর দূরুদ পাঠাও, যেরূপ পাঠিয়েছ ইব্রাহীম ও আলে ইব্রাহীমের উপর। তুমিতো প্রশংসিত ও উন্নত। এবং মুহাম্মাদ ও আলে মুহাম্মাদের উপর বরকত প্রদান কর, যেরূপ বরকত প্রদান করেছে ইব্রাহীম ও আলে ইব্রাহীমের উপর । নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সমুন্নত।
৫। মূনানে নাসাঈতে “যাইদ ইবনে খারিজাহ” থেকে এবং তিনি রাসূল (সাঃ) থেকে, বর্ণিত হয়েছে যে, বলেন !
<صَلُّوا عَلَيَّ و اُجتهد وُا فِي الدُّعاءِو قُولُوا: < أللّهُمَّ صَلِّ عَلي مُحَمَّدٍ و عَلي آلِ مُحَمَّدٍ وَ بارِک عَلي مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ کَما بارَکتَ عَلي إبراهيم وعلي آلِ إبراهيم إنََّکَ حَميدُ مَجيدُ>
আমার উপর দূরুদ পাঠবে এবং দোয়া করবে ও বলবে: হে আল্লাহ ! মুহাম্মাদ ও আলে মুহাম্মাদের উপর দূরুদ পাঠাও এবং মুহাম্মাদ ও আলে মুহাম্মাদের উপর বরকত দান কর যেরূপ বরকত দান করেছ ইব্রাহীম ও আলে ইব্রাহীমের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সমুন্নত।
৬। মূনানে নাসাঈ ও মুসনাদে আহমাদ আবু তালহা থেকে বর্ণনা করেছে যে,বলেন:
قُلنا: يارَسول الله! کَيفَ الصَّلاة عَليکَ ؟قالَ :< قولوا: أللّهُمَّ صَلِّ عَلي مُحَمَّدٍ و آلِ مُحَمَّدٍکَماصَلَّيتَ عَلي إبراهيم و آلِ إبراهيم إنَّکَ حَميدُ مَجيدُ وَ بارِک عَلي مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ کَما بارَکتَ عَلي إبراهيم و آلِ إبراهيم إنَّکَ حَميدُ مَجيدُ
বললাম ! হে আল্লাহর রাসূল ! আপনার উপর কিরূপে দূরুদ পড়বো ? বললেন: বল! হে আল্লাহ মুহাম্মাদ ও আলে মুহাম্মাদের উপর দূরুদ পাঠাও যেরূপে দূরদ পাঠিয়েছ ইব্রাহীম ও আলে ইব্রাহীমের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সমুন্নত। এবং মুহাম্মাদ ও আলে মুহাম্মাদের উপর বরকত দান কর যেরূপে বরকত দান করেছ ইব্রাহীম ও আলে ইব্রাহীমের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও উন্নত।
অপর এক রেওয়ায়েতে এসেছে যে, একব্যক্তি আল্লাহর রাসূল (সাঃ)-এর নিকট আসলেন এবং বললেন: হে আল্লাহর রাসূল! আপনার উপর কিরূপে দূরুদ পড়ব? বললেন: বল, হে আল্লাহ মুহাম্মাদ ও আলে মুহাম্মাদের উপর দূরূদ পাঠাও যেরূপে দূরুদ পাঠিয়েছ ইব্রাহীমের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সমুন্নত। এবং মুহাম্মাদ ও আলে মুহাম্মাদের উপর বরকত দান কর যেরূপে ইব্রাহীনের উপর বরকত দান করেছ। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সমুন্নত।
৭। তালহা থেকে কানযুল ইম্মালে বর্ণিত হয়েছে যে,বলেন;
قُلنا: يارَسول الله!قَد علمنا کَيفَ السَّلام عَلَيک.فَکَيفَ الصَّلاة عَليکَ ؟قالَ :< قولوا: أللّهُمَّ صَلِّ عَلي مُحَمَّدٍ وَ علي آلِ مُحَمَّدٍ وَ بارِک عَلي مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ کَماصَلَّيتَ و
بارَکتَ عَلي إبراهيم وعلي آلِ ابراهيم إنَّکَ حَميدُ مَجيدُ
বললাম: হে আল্লাহর রাসূল ! কিরূপে আপনার উপর সালাম বলবো তা জেনেছি। আপনার উপর দূরুদ কিরূপ ? বললেন: বল, হে আল্লাহ ! মুহাম্মাদ ও আলে মুহাম্মাদের উপর দূরুদ পাঠাও এবং মুহাম্মাদ ও আলে মুহাম্মাদের উপর বরকত দান কর যেরূপে ইব্রাহীম ও আলে ইব্রাহীনের উপর দূরুদ ও বরকত দান করেছ। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সমুন্নত।
৮। সহী বোখারী, মুসলিম, সুনানে আবু দাউদ, দরামী, নাসাঈ, তিরমিযি,ইবনে মা’জা, মুসনাদে আহমাদ, তাফসীরে তাবারী ও সূয়ূতি ‘কা’ব ইবনি ও জযা’ থেকে বর্ণনা করেন যে তিনি বলেন:
کُنتُ جالِساً عِندَ النبي إذ جاءَ رجل فقالَ : قَد علمنا کَيفَ نسلّمُ عَليکَ يا رَسُول الله فَکيفَ نصلّي عَليکَ ؟قالَ :< قولوا: أللّهُمَّ صَلِّ عَلي مُحَمََّدٍوَ عَليآلِ مُحَمَّدٍکَما صَلَّيتَ عَلي إابراهيم وعلي آلِ ابراهيم إنَّکَ حَميدُ مَجيدُ. وَ بارِک عَلي مُحَمَّدٍ وَعَلي آلِ مُحَمَّدٍ کَما بارَکتَ عَلي إبراهيم وعلي آلِ ابراهيم إنَّکَ حَميدُ مَجيدُ
আল্লাহর রাসূলের নিকট বসে ছিলাম। এক ব্যাক্তি এসে বললো: হে আল্লাহর রাসূল। আমরা আপনার প্রতি কিরূপে সালাম করবো তা জেনেজি। কিরূপে আপনার প্রতি দূরুদ পড়বো ? বললেন! বল! হে আল্লাহ মুহাম্মাদ ও আলে মুহাম্মাদের উপর দূরুদ পাঠিও যেরূপে ইব্রাহীম ও আলে ইব্রাহীমের উপর দূরুদ পাঠিয়েছিলে নিশ্চয়ই তুমি প্রশংসিত সমুন্নত। হে আল্লাহ ! মুহাম্মাদ ও আলে মুহাম্মাদের উপর বরকত দান কর, যেরূপে বরকত দান করেছ ইব্রাহীম ও আলে ইব্রাহীমের উপর । নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সমুন্নত।
৯। মুসনাদে আহমাদ ও সুয়ুতির দূররুল মানসূরে ‘বারদেয়ে খাযায়ী” রাসূল (সাঃ) থেকে বর্ণনা করেছেন যে, বলেন:
<قُولُوا : أللّهُمَّ اُ جعَل صَلَو اتکَ وَرَ حمتکَ وَ بَرَکاتک عَلي مُحَمَّذٍ کَما جَعَلتَها
علي إبراهيم إنَّکَ حَميدُ مَجيدُ>
বল: হে আল্লাহ ! মুহাম্মাদ ও আলে মুহাম্মাদের উপর দূরুদ, রহমতও বরকত দান কর যেরূপে এ গুলো ইব্রাহীমকে দান করেছ। নিশ্চযই তুমি প্রশংসিত ও সমুন্নত।
১০। কানযুল উম্মালে মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ বিন যাইদ রাসূল (সাঃ) থেকে বর্ণনা করেছে যে, বলেন:
< قُولُوا: أللّهُمَّ صَلِّ عَلي مُحَمََّدٍ وَ عَليآلِ مُحَمَّدٍکَما صَلَّيتَ عَلي إابراهيم وَ بارِک عَلي مُحَمَّدٍ وَعَلي آلِ مُحَمَّدٍ کَما بارَکتَ عَلي إبراهيم فِي العالمين إنَّکَ حَميدُ مَجيدُ وَ السَّلام کَما عَلمتم
বল: হে আল্লাহ মুহাম্মাদ (সাঃ) ও আলে মুহাম্মাদের উপর দূরুদ প্রেরণ কর যেরূপভাবে ইব্রাহীম(আঃ)-এর উপর দূরুদ পাঠিয়েছ। মুহাম্মাদ (সাঃ) ও আলে মুহাম্মাদের উপর বরকত দান কর যেরুপে ইব্রাহীমকে পৃথিবীবাসীর মধ্যে বরক দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সমুন্নত সালাম ও সেরূপ যেমন টি জেনেছ।
১১। তাফসীরে তাবারী ও সুয়ূতি ইব্রাহীম থেকে اِنّ الله وَ ملا کث এ আয়াতের প্রসঙ্গে বর্ণনা করেছে যে,
قالُوا يا رَسُولَ الله! هذَا السَّلام قَد عَرفناه .فَکَيفَ الصَّلاة عَليکَ ؟ فَقالَ :< قُولُوا: أللّهُمَّ صَلِّ عَلي مُحَمَّدٍعَبدکَ وَرَسُولکَ وَ أهل بَيتِهِ کَماصَلَّيتَ عَلي إبراهيم إنَّکَ حَميدُ مَجيدُ>
বললেন ঃ হে আল্লাহর রাসূল (সাঃ) ! এ সালামটি জানতাম। আপনার উপর দূরুদ কিরূপ ? বললেন ঃবল, হে আল্লাহ ! তোমার বান্দা ও রাসূল মুহাম্মাদের উপর দূরুদ পাঠাও, যেমন ভাবে দূরুদ পাঠিয়েছ ইব্রাহিমের উপর। সত্যিই তুমি প্রশংসিত ও সনুন্নত।
১২। কানযূল উম্মালে, উম্মুল মুমিনীন আয়শা থেকে থেকে বর্ণিত যে, বললেন:
قالَ اَصحابُ النَّبيّ يا رَسُول الله أُمِرنا أن نکثر الصَّلاةَ عَلَيکَ فِي اللَّيلَةِ الغراء وَ اليَوم الأزهَر وَ أحبّ ما صَلّينا عَلَيکَ کَم تُحِبّ. قالَ < قُولُوا: أللّهُمّ صلّ عَلي مُحَمّدٍ وَ عَليآلِ مُحَمَّدٍ کَما صَلَّيتَ عَلي إابراهيم و آلِ إبراهيم.وَ اُرحَم مُحَمَّداً وَ آلَ مُحَمَّدٍ کَما رحمتَ إبراهيمَ وَ آلَ إبراهيم. وَ بارِک عَلي مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ کَما بارَکتَ عَلي إبراهيم و آلِ إبراهيم إنَّکَ حَميدُ مَجيدُ. وَ أمَّا السَّلامُ فَقَد عرفتم کَيف هُوَ
ইবীর সাহাবীরা বললেন: হে আল্লাহর রাসূল ! আমাদেরকে আদেশ দেয়া হয়েছে অন্ধকার রাতে ও আলোকিত দিবালোকে আপনার উপর দূরুদ বেশী পড়তে । (তা কতই না সুন্দর যে) আপনার উপর আমাদের দূরুদ এমন হবে যা আপান পছন্দ করবেন। বললেনঃ বল; হে আল্লাহ মুহাম্মাদ ও আলে মুহাম্মাদের উপর দূরুদ পাঠাও, যেরূপ ভাবে ইব্রাহীম ও আলে ইব্রাহীমের উপর দূরুদ পাঠিয়েছ এবং মুহাম্মাদ ও আলে মুহাম্মাদের উপর রহমত বর্ষণ কর, যেরূপে ইব্রাহীম ও আলে ইব্রাহীমের উপর রহমত করেছো। মুহাম্মাদ ও আলে মুহাম্মাদের উপর বরক দাত্ত, যেরুপে বরকত দিয়েছো ইব্রাহীম ও আলে ইব্রাহমকে নিশ্ময়ই তুমি প্রশংসিত ও সমুন্নত । আর সালামের প্রক্রিয়া সম্পর্কেতো নিজেই জেনেছ।