এস, এ, এ
রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে, সুরা হাশরের শেষ তিনটি আয়াতে ইসমে আযম রয়েছে। (সাওয়অবুল আমাল, পৃষ্ঠা ১১৭)
রাসুল (সা.) হতে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন: যে ব্যাক্তি সুরা হাশরের শেষ তিনটি আয়াত পাঠ করবে আল্লাহ তার পূর্বের ও পরের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। (মাজমাউল বায়ান, খন্ড ৯, পৃষ্ঠা ৪২৩)
রাসুল (সা.) হতে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন: কেউ যদি (لَوْ أَنْزَلْنا هذَا الْقُرْآنَ ـ) আয়াতটি শেষ পর্যন্ত পাঠ করে এবং সেই রাতেই যদি সে মারা যায় তাহলে সে শহীদের মৃত্যুবরণ করলো। (তাফসীরে বুরহান, খন্ড ৫, পৃষ্ঠা ৩৩১)
একজন সাহাবী বলেন: আমি রাসুল (সা.)কে ইসমে আযম সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন: তুমি সুরা হাশরের শেষ আয়াতগুলো পাঠ কর এবং অধিক পাঠ কর। আমি পুণরায় একই প্রশ্নের পুণরাবৃত্তি করলাম। রাসুল (সা.) একই উত্তর দিলেন। (দুররুল মানসুর, খন্ড ৬, পৃষ্ঠা ১৮৭)
অন্য একটি হাদীসে বর্ণিত হয়েছে যে, এই আয়াতটি পাঠ করলে মৃত্যু ব্যাতিত সকল ব্যাথা উপশম হবে। (কানযুল উম্মাল, খন্ড ৫, পৃষ্ঠা ১৯৪)
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ. هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ. هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاء الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ.
উচ্চারণ: হুওয়াল্লা হুললাজি লা ইলাহা ইল্লাহু- আলিমুল গাইবি ওয়াশশাহাদাতি হুওয়ার রাহমানুর রাহিম। হুওয়াল্লাহুল লাজি লা ইলাহা ইল্লাহু- আল মালিকুল কুদ্দুসুসসালামুল মু’মিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুওয়াল্লাহুল খালিকুল বারিউল মুছাওয়্যিরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিচ্ছামাওয়াতি ওল আরদি ওহুয়াল আজিজুল হাকিম।
অর্থ: তিনিই আল্লাহ তা’আলা, তিনি ব্যতীত কোন উপাস্য নেই; তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু, অসীম দাতা। তিনিই আল্লাহ তিনি ব্যতিত কোন উপাস্য নেই। তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্ন?শীল । তারা যাকে অংশীদার করে আল্লাহ তা’ আলা তা থেকে পবিত্র। তিনিই আল্লাহ তা’আলা, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নাম সমূহ তাঁরই। নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই তাঁর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়। তিনিই আল্লাহ তা’আলা, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নাম সমূহ তাঁরই। নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই তাঁর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়।