Press "Enter" to skip to content

আইয়ামে বিযের (১৩, ১৪, ১৫) আমলসমূহ

এস, এ, এ

প্রত্যেক মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখকে “আইয়ামে বিয” বা আলোকিত দিনসমূহ বলা হয়। কারণ এই তারিখগুলোতে চাঁদ সবচেয়ে বেশী আলোকিত থাকে।

ত্রোয়দশ রমজানের আমলসমূহ:

রমজান মাসের ১৩ তারিখ হচ্ছে আইয়ামে-এ বিয’এর প্রথম তারিখ। এই দিনগুলোতে তিনটি আমল সম্পাদন করা মুস্তাহাব যেমন:

১. গোসল করা।

২. ১৩ই রমজানের রাতে (১২ই রমজান দিবাগত রাতে) ৪ রাকাত নামাজ পড়তে হবে। নামাজটি পড়ার পদ্ধতি: প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে ২৫ বার সুরা ইখলাস পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে। অবশিষ্ট দুই রাকাত নামাজ উল্লেখিত পদ্ধতিতে পড়তে হবে।

৩. ১৩ই রমজানের রাতে (১২ই রমজান দিবাগত রাতে) আরো দুই রাকাত নামাজ বর্ণিত হয়েছে। প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে সুরা ইয়াসীন,মুলক এবং ইখলাস প্রত্যেকটি একবার করে পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে।

১৩ই রমজান দিনের দোয়া:

اللَّهُمَّ طَهِّرْنِي فِيهِ مِنَ الدَّنَسِ وَ الْأَقْذَارِ وَ صَبِّرْنِي فِيهِ عَلَى كَائِنَاتِ الْأَقْذَارِ وَ وَفِّقْنِي فِيهِ لِلتُّقَى وَ صُحْبَةِ الْأَبْرَارِ بِعَوْنِكَ يَا قُرَّةَ عَيْنِ الْمَسَاكِينِ.

উচ্চারণ: আল্লাহুম্মা তাহহিরনি ফিহি মিনাদ দানাসি ওয়াল আক্বযারি ওয়া সাব্বিরনী ফিহি আলা কায়িনাতিল আক্বযারি ওয়া ওয়াফফিক্বনি ফিহি লিততুক্বা ওয়া সুহবাতিল আবরারি বিআউনিকা ইয়া ক্বুররাতা আয়নিল মাসাকিন।

অর্থ: হে আল্লাহ! এদিনে আমাকে কলুষতা ও অপবিত্রতা থেকে পবিত্র কর। যা কিছু তকদীর অনুযায়ী হয় তা মেনে চলার ধৈর্য আমাকে দান কর। তোমার বিশেষ অনুগ্রহে আমাকে তাকওয়া অর্জন এবং সৎ কর্মশীলদের সাহচর্যে থাকার তৌফিক দাও। হে অসহায়দের আশ্রয়দাতা।

চতূর্দশ রমজানের আমলসমূহ:

১. ১৪ই রমজানের রাতে (১৩ই রমজান দিবাগত রাতে) ৪ রাকাত নামাজ পড়তে হবে। প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে সুরা ইয়াসীন, মুলক এবং ইখলাস প্রত্যেকটি একবার করে পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে। অবশিষ্ট দুই রাকাত নামাজ অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে। কেউ যদি  এই নামাজটি পড়ে তাহলে তার কৃত গুনাহ যদি বৃক্ষের পাতা, বৃষ্টির ফোটার ন্যায় হয়ে থাকে তাহলেও আল্লাহ  তার গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন।

২. ১৪ই রমজানের রাতে (১৩ই রমজান দিবাগত রাতে) ৬ রাকাত নামাজ পড়তে হবে। নামাজটি পড়ার পদ্ধতি: প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে ৩০ বার সুরা যিলযাল পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে। অবশিষ্ট নামাজগুলো উল্লেখিত পদ্ধতিতে পড়তে হবে।

১৪ই রমজান দিনের দোয়া:

اللَّهُمَّ لا تُؤَاخِذْنِي فِيهِ بِالْعَثَرَاتِ وَ أَقِلْنِي فِيهِ مِنَ الْخَطَايَا وَ الْهَفَوَاتِ وَ لا تَجْعَلْنِي فِيهِ غَرَضاً لِلْبَلايَا وَ الْآفَاتِ بِعِزَّتِكَ يَا عِزَّ الْمُسْلِمِينَ.

উচ্চারণ: আল্লাহুম্মা লা তুআখিযনি ফিহি বিল আসারাতি ওয়া আকিলনী ফিহি মিনাল খাতায়া ওয়াল হাফাওয়াতি ওয়া লা তাজআলনী ফিহি গ্বারাযান লিল বালায়া ওয়াল আফাতি বিইযযাতিকা ইয়া ইযযাল মুসলিমিন।

অর্থ: হে আল্লাহ! এদিনে আমাকে আমার ভ্রান্তির জন্যে জিজ্ঞাসাবাদ করো না। আমার দোষ-ত্রুটিকে হিসেবের মধ্যে ধরো না। তোমার মর্যাদার উসিলায় আমাকে বীপদ-আপদ ও দুর্যোগের লক্ষ্য বস্তুতে পরিণত করো না। হে মুসলমানদের মর্যাদা দানকারী।

পঞ্চদশ রমজানের আমলসমূহ:

১৫ই রমজানে বিশেষ কিছু আমল বর্ণিত হয়েছে যেমন:

১. গোসল করা।

২. ইমাম হুসাইন (আ.)’র যিয়ারত পাঠ করা।

ইমাম হুসাইন (আ.) এর মাজারে প্রবেশের পরে তাঁর কবরের সামনে দাঁড়িয়ে ১০০ বার বলতে হবে (اللَّهُ اَكبَرُ)

তারপর বলতে হবে:

 أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا بْنَ رَسُولِ اللَّهِ  أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا بْنَ خاتَمِ النَّبِيينَ  أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا بْنَ سَيدِ الْمُرْسَلِيْنَ  أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا بْنَ سَيدِ الْوَصِيينَ  أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا اَبا عَبْدِ اللَّهِ  أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا حُسَينَ بْنَ عَلَى  أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا بْنَ فاطِمَةَ سَيدَةِ نِسآءِ الْعالَمينَ  أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا وَلِي‏ اللَّهِ وَابْنَ وَلِيهِ  أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا صَفِي‏ اللَّهِ وَابْنَ صَفِيْهِ  أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا حُجَّةَ اللَّهِ وَابْنَ حُجَّتِهِ  أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا حَبيبَ اللَّهِ وابْنَ حَبيبِهِ  أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا سَفيرَ اللَّهِ وَابْنَ سَفيرِهِ  أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا خازِنَ الْكتابِ الْمَسْطُورِ  أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا وارِثَ التَّوْريةِ وَاِلاَّنْجيلِ وَالزَّبُورِ  أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا اَمينَ الرَّحْمنِ  أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا شَريك الْقُرْآنِ أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا عَمُودَ الدِّينِ  أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا بابَ حِكمَةِ رَبِّ الْعَالَمِيْنَ  أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا بابَ حِطَّةٍ الَّذي‏ مَنْ دَخَلَهُ كَانَ مِنَ اِلاَّمِنينَ  أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا عَيبَةَ عِلْمِ اللَّهِ  أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا مَوْضِعَ سِرِّ اللَّهِ  أَلسَّلاَمُ  عَلَيْكَ يَا ثارَ اللَّهِ وَابْنَ ثارِهِ وَالْوِتْرَ الْمَوْتُورَ  أَلسَّلاَمُ  عَلَيْكَ وَعَلَى‏ اِلاَّرْواحِ الّتي‏ حَلَّتْ بِفِنآئِك وَاَناخَتْ بِرَحْلِك بِاَبي‏ اَنْتَ وَاُمّي‏ وَنَفْسي‏ يَا اَبا عَبْدِ اللَّهِ لَقَدْ عَظُمَتِ الْمُصيبَةُ وَجَلَّتِ الرَّزِيةُ بِك عَلَىنا وَعَلَى‏ جَميعِ اَهْلِ اِلاَّسْلاَمِ فَلَعَنَ اللَّهُ اُمَّةً اَسَّسَتْ اَساسَ الظُّلْمِ وَالْجَوْرِ عَلَيكُمْ اَهْلَ الْبَيتِ وَلَعَنَ اللَّهُ اُمَّةً دَفَعَتْكُمْ عَنْ مَقامِكُمْ وَاَزالَتْكُمْ عَنْ مَراتِبِكُمْ الَّتي‏ رَتَّبَكمُ اللَّهُ فِيهَا بِاَبي‏ اَنْتَ وَاُمّي‏ وَنَفْسي‏ يَا اَبا عَبْدِاللَّهِ اَشْهَدُ لَقَدِ اقْشَعَرَّتْ لِدِمآئِكُمْ اَظِلَّةُ الْعَرْشِ مَعَ اَظِلَّةِ الْخَلاَئِقِ وَبَكتْكمُ السَّمآءُ وَاِلاَّرْضُ وَسُك انُ الْجِن انِ وَالْبَرِّ وَالْبَحْرِ صَلَّى اللَّه‏عَلَيْكَ عَدَدَ مَا فِي‏ عِلْمِ اللَّهِ لَبَّيك داعِي‏ اللَّهِ اِنْ كَانَ لَمْ يجِبْك بَدَني‏ عِنْدَ اسْتِغاثَتِك وَلِساني‏ عِنْدَ اسْتِنْصارِك فَقَدْ اَجابَك قَلْبي‏ وَسَمْعي‏ وَبَصَري‏ سُبْحَانَ رَبِّنا اِنْ كَانَ وَعْدُ رَبِّنا لَمَفْعُولاَ اَشْهَدُ اَنَّك طُهْرٌ طاهِرٌ مُطَهَّرٌ مِنْ طُهْرٍ طاهِرٍ مُطَهَّرٍ طَهُرْتَ وَطَهُرَتْ بِك الْبِلاَدُ وَطَهُرَتْ اَرْضٌ اَنْتَ بِها وَطَهُرَ حَرَمُك اَشْهَدُ اَنَّك قَدْ اَمَرْتَ بِالْقِسْطِ وَالْعَدْلِ وَدَعَوْتَ إلَيهِمَا وَاَنَّك صادِقٌ صِدّيقٌ صَدَقْتَ فيمَا دَعَوْتَ إلَيهِ وَاَنَّك ثارُ اللَّهِ فِي‏ الاَرْضِ وَاَشْهَدُ اَنَّك قَدْ بَلَّغْتَ عَنِ اللَّهِ وَعَنْ جَدِّك رَسُولِ اللَّهِ وَعَنْ اَبيك اَميرِ الْمُؤْمِنِينَ وَعَنْ اَخيك الْحَسَنِ وَنَصَحْتَ وَجاهَدْتَ فِي‏ سَبيلِ اللَّهِ وَعَبَدْتَهُ مُخْلِصاً حَتّي‏ اَتيك الْيقينُ فَجَزاك اللَّهُ خَيرَ جَزآءِ السّابِقينَ وَصَلَّى اللَّه‏عَلَيْكَ وَسَلَّمَ تَسْليمَا اَللَّهُمَّ صَلِّ عَلَى‏ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ وَصَلِّ عَلَى‏ الْحُسَينِ الْمَظْلُومِ الشَّهيدِ الرَّشيدِ قَتيلِ الْعَبَراتِ وَاَسيرِ الْكرُباتِ صَلوةً نامِيةً زاكيةً مُبارَكةً يصْعَدُ اَوَّلُها وَلاَ ينْفَدُ آخِرُها اَفْضَلَ مَا صَلَّيتَ عَلَى‏ اَحَدٍ مِنْ اَوْلاَدِ اَنْبِيَائِك الْمُرْسَلِيْنَ يَا اِلهَ الْعالَمينَ.

তারপর কবরের সাথে নিজের ডান এবং বাম গালকে স্পর্শ করে কবরের চার কোণাকে চুম্বন করা উত্তম। শেখ মুফিদ (রহ.) বর্ণনা করেছেন এই যিয়ারতের পরে আলী  ইবনে ‍হুসাইন (আ.)এর কবরের কাছে এসে বলতে হবে:

 أَلسَّلاَمُ  عَلَيْكَ أَيُّهاَ الصِّدّيقُ الطَّيبُ الزَّكي‏ الْحَبيبُ الْمُقَرَّبُ وَابْنُ رَيحانَةِ رَسُولِ اللَّهِ  أَلسَّلاَمُ  عَلَيْكَ مِنْ شَهيدٍ مُحْتَسِبٍ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكاتُهُ مَا اَكرَمَ مَقامَك وَاَشْرَفَ مُنْقَلَبَك اَشْهَدُ لَقَدْ شَكرَ اللَّهُ سَعْيك وَاَجْزَلَ ثَوابَك وَاَلْحَقَك بِالذِّرْوَةِ الْعآلِيةِ حَيثُ الشَّرَفُ كلُّ الشَّرفِ وَفِي‏ الْغُرَفِ [السّامِيةِ] كمَا مَنَّ عَلَيْكَ مِنْ قَبْلُ وَجَعَلَك مِنْ اَهْلِ الْبَيتِ الَّذينَ اَذْهَبَ اللَّهُ عَنْهُمُ الرِّجْسَ وَطَهَّرَهُمْ تَطْهيراً صَلَواتُ اللَّهِ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكاتُهُ وَرِضْوانُهُ فَاشْفَعْ أَيُّهاَ السَّيدُ الطّاهِرُ اِلي‏ رَبِّك فِي‏ حَطِّ اِلاَّثْقآلِ عَنْ ظَهْري‏ وَتَخْفيفِها عَنّي‏ وَارْحَمْ ذُلّي‏ وَخُضُوعي‏ لَك وَلِلسَّيدِ اَبيك صَلَّى اللَّه‏عَلَيْكُمَا.

তারপর কবরের সাথে নিজেকে স্পর্শ করে বলতে হবে:

زادَ اللَّهُ فِي‏ شَرَفِكُمْ فِي‏ الاَخِرَةِ كمَا شَرَّفَكُمْ فِي‏ الدُّنْيَا وَاَسْعَدَكُمْ كمَا اَسْعَدَ بِكُمْ وَاَشْهَدُ اَنَّكُمْ اَعْلاَمُ الدّينِ وَنُجُومُ الْعالَمينَ وَ أَلسَّلاَمُ  عَلَيكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكاتُهُ

তারপর কারবালার শহীদদের কবরকে উদ্দেশ্যে করে বলতে হবে:

 أَلسَّلاَمُ  عَلَيكُمْ يَا اَنْصارَ اللَّهِ وَاَنْصارَ رَسُولِهِ وَاَنْصارَ عَلَى‏ بْنِ اَبيطآلِبٍ وَاَنْصارَ فاطِمَةَ وَاَنْصارَ الْحَسَنِ وَالْحُسَينِ وَاَنْصارَ اِلاَّسْلاَمِ اَشْهَدُ اَنَّكُمْ لَقَدْ نَصَحْتُمْ لِلَّهِ وَجاهَدْتُمْ فِي‏ سَبيلِهِ فَجَزاكمُ اللَّهُ عَنِ اِلاَّسْلاَمِ وَاَهْلِهِ اَفْضَلَ الْجَزآءِ فُزْتُمْ و اللّه فَوْزاً عَظيمَا يَا لَيتَنِي‏ كُنْتُ مَعَكُمْ فَاَفُوزَ فَوْزاً عَظِيماً اَشْهَدُ اَنَّكُمْ اَحْيَاءٌ عِنْدَ رَبِّكُمْ تُرْزَقُونَ اَشْهَدُ اَنَّكمُ الشُّهَدآءُ وَالسُّعَدآءُ وَاَنَّكمُ الْفآئِزوُنَ فِي‏ دَرَجاتِ الْعُلي‏ و أَلسَّلاَمُ  عَلَيكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكاتُهُ.

তারপর ইমাম হুসাইন (আ.) এর কবরের মাথার অংশে ২ রাকাত নামাজ পড়তে হবে। নামাজান্তে দোয়া চাইতে হবে।

৩. ছয় রাকাত নামাজ পড়া। প্রথম রাকাতে সুরা ফাতিহা সুরা ইয়াসীন, মুলক এবং ইখলাস প্রত্যেকটি একবার করে পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে। অবশিষ্ট নামাজগুলো উল্লেখিত পদ্ধতিতে পড়তে হবে।

৪. ১০০ রাকাত নামাজ পড়া। প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে ১০ বার সুরা ইখলাস পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে। শেখ মুফিদ (রহ.)তাঁর “মোক্বনেআ” নামক গ্রন্থে আমিরুল মু’মিনিন (আ.) হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন: কেউ যদি এই নামাজটি পড়ে তাহলে আল্লাহ তাঁর ফেরেশতাদেরকে প্রেরণ করেন যেন তারা শত্রু,পরী, মানুষের অনিষ্ট এবং দোযখের আগুন থেকে এই ব্যাক্তিকে রক্ষা করে।

৫. ১৫ই রমজানের রাতে ৪ রাকাত নামাজ পড়তে হবে। নামাজটি পড়ার পদ্ধতি: প্রথম দুই রাকাতের প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে ১০০ বার সুরা ইখলাস পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে। পরের দুই রাকাতে সুরা ফাতিহার পরে ৫০ বার সুরা ইখলাস পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে।

৬. ইমাম জাফর সাদিক্ব (আ.) হতে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন: কোন ব্যাক্তি যদি ১৫ই রমজান কারবালায় ইমাম হুসাইন (আ.)এর মাজারে উপস্থিত থাকে এবং সেখানে এশার নামাজের পরে ১০ রাকাত নামাজ পড়ে তাহলে আল্লাহ তার নামকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ লাভকারীদের সাথে নিবন্ধন করবেন এবং মৃত্যুর পূর্বেই সে বেহেশতের ফেরেশতাদের অবলোকন করতে পারবে, ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ দিবে এবং তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। নামাজটি পড়ার পদ্ধতি: প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে ১০ বার সুরা ইখলাস পাঠ করতে হবে এবং দ্বিতীয় রাকাতটিও অনুরূপভাবে পড়তে হবে। অবশিষ্ট নামাজগুলো উল্লেখিত পদ্ধতিতে পড়তে হবে।

৭. ১৫ই রমজান দিনের দোয়া:

اللَّهُمَّ ارْزُقْنِي فِيهِ طَاعَةَ الْخَاشِعِينَ وَ اشْرَحْ فِيهِ صَدْرِي بِإِنَابَةِ الْمُخْبِتِينَ بِأَمَانِكَ يَا أَمَانَ الْخَائِفِينَ.

উচ্চারণ: আল্লাহুম্মার যুক্বনি ফিহি তআতাল খাশিয়্যিনা ওয়াশরাহ ফিহি সাদরী বি ইনাবাতিল মুখবিতিনা বিআমানিকা ইয়া আমানাল খায়িফিন।

অর্থ: হে আল্লাহ! এদিনে আমাকে তোমার বিনয়ী বান্দাদের মতো আনুগত্য করার তৌফিক দাও। তোমার আশ্রয় ও হেফাজতের উসিলায় আমার অন্তরকে প্রশস্ত করে আল্লাহ ভীরু ও বিনয়ী বান্দাদের অন্তরে পরিণত কর। হে আল্লাহ! ভীরু মুত্তাকীদের আশ্রয়দাতা।

৮. ১৫ই রমজান বেহেশতের যুবকদের সর্দার ইমাম হাসান (আ.)এর জন্মদিবস। তবে শেখ মুফিদ (রহ.) এর মতে ১৯০ হিজরীর ১৫ই রমজান ইমাম মুহাম্মাদ তাক্বি (আ.) জন্মগ্রহণ করেন। সুতরাং এই দিনটি মঙ্গলময় এবং এই দিনে সাদক্বা দান করার অনেক ফযিলত রয়েছে।