Press "Enter" to skip to content

একাদশ রমজানের আমলসমূহ

এস, এ, এ

একাদশ রমজানের রাতে (দশম রমজানের দিবাগত রাতে) ২ রাকাত নামাজ পড়তে হবে। নামাজটি পড়ার পদ্ধতি: প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে ২০ বার সুরা কাউসার পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে।

একাদশ রমজান দিনের দোয়া

اللَّهُمَّ حَبِّبْ إِلَيَّ فِيهِ الْإِحْسَانَ وَ كَرِّهْ إِلَيَّ فِيهِ الْفُسُوقَ وَ الْعِصْيَانَ وَ حَرِّمْ عَلَيَّ فِيهِ السَّخَطَ وَ النِّيرَانَ بِعَوْنِكَ‏ يَا غِيَاثَ‏ الْمُسْتَغِيثِين‏.

উচ্চারণ: আল্লাহুম্মা হাববিব ইলাইয়া ফিহিল ইহসানা ওয়া কাররিহ ইলাইয়া ফিহিল ফুসুক্বা ওয়াল ইসিয়ানা ওয়া হাররিম আলাইয়া ফিহিস সাখাতা ওয়ান নিরানা বি আউনিকা ইয়া গিয়াসাল মুসতাগ্বিসীন।

অর্থ: হে আল্লাহ! এ দিনে সৎ কাজকে আমার কাছে প্রিয় করে দাও আর অন্যায় ও নাফরমানীকে অপছন্দনীয় কর। তোমার অনুগ্রহের উসিলায় আমার জন্য তোমার ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দাও। হে আবেদনকারীদের আবেদন শ্রবণকারী।