Press "Enter" to skip to content

দ্বাদশ রমজান রাত ও দিনের আমলসমূহ

এস, এ, এ

দ্বাদশ রমজানের রাতে (একাদশ রমজানের দিবাগত রাতে) ৮ রাকাত নামাজ পড়তে হবে। নামাজটি পড়ার পদ্ধতি: প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে ৩০ বার সুরা ক্বদর পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে। অবশিষ্ট নামাজগুলো উল্লেখিত পদ্ধতিতে পড়তে হবে।

দ্বাদশ রমজান দিনের দোয়া

اللَّهُمَّ زَيِّنِّي فِيهِ بِالسِّتْرِ وَ الْعَفَافِ وَ اسْتُرْنِي فِيهِ بِلِبَاسِ الْقُنُوعِ وَ الْكَفَافِ وَ احْمِلْنِي فِيهِ عَلَى الْعَدْلِ وَ الْإِنْصَافِ وَ آمِنِّي فِيهِ مِنْ كُلِّ مَا أَخَافُ بِعِصْمَتِكَ يَا عِصْمَةَ الْخَائِفِينَ.

উচ্চারণ: আল্লাহুম্মা যাইয়্যিনি ফিহি বিস সিতরি ওয়াল আফাফি ওয়াসতুরনি ফিহি বিলিবাসিল কুনুয়্যি ওয়াল কাফাফি ওয়াহমিলনী ফিহি আলাল আদলী ওয়াল ইনসাফি ওয়া আ-মিন্নি ফিহি মিন কুল্লি মা আখাফু বি ইসমাতিকা ইয়া ইসমাতাল খায়িফিন।

অর্থ: হে আল্লাহ! এদিনে আমাকে আত্মিক পবিত্রতার অলঙ্কারে ভূষিত কর। অল্পে তুষ্টি ও পরিতৃপ্তির পোশাকে আবৃত্ত কর। ন্যায় ও ইনসাফে আমাকে সুসজ্জিত কর। তোমার পবিত্রতার উসিলায় আমাকে ভীতিকর সবকিছু থেকে নিরাপদে রাখ। তোমার পবিত্রতার ওসিলায় হে ভীরুদের রক্ষাকারী।