অনুবাদ: মুহাম্মাদ মুনীর হুসাইন খান
জাবিরের পদচিহ্ন অনুসরণ করে
নেইনাভা (কারবালা) পানে যাচ্ছি মোরা
এ পথের স্তম্ভসমূহ গুণছি কেবল
(ইমাম হুসাইন আঃ-এর) হারামে(পবিত্র রওযা ও মাযার) পৌঁছানোর আনন্দে মোরা
রুবাব ও সাকীনার মতো
(ইমাম হুসাইন আঃ-এর) হারামের তরে অধীর আগ্রহে ব্যাকুল মোরা
পথ চলার এ সব কষ্টকে করি না গ্রাহ্য তোমার যিয়ারতের আকাঙ্ক্ষায় মোরা
যাইনাবের জন্য উৎসর্গ মোরা
প্রেম ভালোবাসার সমর্থক মোরা
মহান আল্লাহ পাক চাইলে
অচিরেই বিজয়ী বেশে দামেস্কে উপস্থিত হব মোরা
তোমার পানে পারি দিয়েছি দুস্তর মরুপথ মোরা
হে ফুরাতের আমীর হে হুসাইন
আপ্যায়ন কর মোদের তুমি
আজ যে তোমারই মেহমান হয়েছি মোরা
দিবাভাগে তোমার পানে পথ চলছি মোরা
আর রাতের স্বপনে দেখি তোমারে মোরা
মাইল ফলক ও চিহ্নগুলো গুণে চলছি মোরা
মিলন হওয়া পর্যন্ত কাঁদতে থাকব মোরা
স্রোতোস্বিনী নদীর মতোই তোমার পানে বয়ে যাচ্ছি মোরা
হে মহত্ত্ব ও উদারতার মহা সমুদ্র হে হুসাইন
চলার পথে পাথর ও অন্তরায় নিয়ে কভু পরোয়া করি না মোরা
হে হায়দার তনয় লাব্বাইক ( আমরা তোমার সান্নিধ্যে উপস্থিত )
আলী(আঃ) প্রেম নিয়েই জন্মেছি মোরা
তাই মোটেও বিপদাপদকে করি না পরোয়া মোরা
কেবল কথায় নয় হৃদয় ও প্রাণ দিয়ে তোমার জন্য কুরবান (উৎসর্গ) মোরা
আর মহান আল্লাহর প্রশংসা ও তোমার অনুগ্রহে হয়েছি
প্রতিরোধ সংগ্রামী জাতি মোরা
একদিন সোজা আল-কুদস পানে এগিয়ে যাব
সমগ্র মুসলিম উম্মাহকে সাথে নিয়ে মোরা
প্রতিরোধ সংগ্রামের প্রতীক শামের (সিরিয়া) প্রতি সালাম
অধিকৃত আল-কুদস ও বাহরাইনের প্রতিও সালাম
হে আলী তনয় লাব্বাইক