Press "Enter" to skip to content

সপ্তম রমজান রাত দিনের আমলসমূহ

এস, এ, এ

সপ্তম রমজানের রাতে (ষষ্ঠ রমজান দিবাগত রাতে) ৪ রাকাত নামাজ পড়তে হবে। নামাজটি পড়ার পদ্ধতি: প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে সুরা ক্বদর ১৩ বার পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতটিও অনুরূপ পদ্ধতিতে পড়তে হবে। অবশিষ্ট দুই রাকাত নামাজ উল্লেখিত পদ্ধতিতে পড়তে হবে।

৬ষ্ঠ রমজান দিনের দোয়া

اللَّهُمَّ لا تَخْذُلْنِي فِيهِ لِتَعَرُّضِ مَعْصِيَتِكَ وَ لا تَضْرِبْنِي بِسِيَاطِ نَقِمَتِكَ وَ زَحْزِحْنِي فِيهِ مِنْ مُوجِبَاتِ سَخَطِكَ بِمَنِّكَ وَ أَيَادِيكَ يَا مُنْتَهَى رَغْبَةِ الرَّاغِبِينَ.

উচ্চারণ: আল্লাহুম্মা লা তাখযুলনি ফিহি লি তাআররুযি মাসিয়াতিকা ওয়া লা তাযরিবনি বিসাতি নাকিমাতিকা ওয়া যাহযিহনি ফিহি মিন মুজিবাতি সাখাতিকা বিমান্নিকা ওয়া আয়াদিকা ইয়া মুনতাহা রাগ্ববাতির রাগ্বিবিন।

অর্থ: হে আল্লাহ! তোমার নির্দেশ অমান্য করার কারণে এ দিনে আমায় লাঞ্চিত ও অপদস্থ করোনা। তোমার ক্রোধের চাবুক দিয়ে আমাকে শাস্তি দিওনা। সৃষ্টির প্রতি তোমার অসীম অনুগ্রহ আর নিয়ামতের শপথ করে বলছি তোমার ক্রোধ সৃষ্টিকারী কাজ থেকে আমাকে দূরে রাখো। হে আবেদনকারীদের আবেদন কবুলের চূড়ান্ত উৎস ।